স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ ডিসেম্বর : বড় কোন শিল্প নেই রাজ্যে। তাই রাজ্যে শিল্প স্থাপনের লক্ষ্যে গত ৯ নভেম্বর মুম্বাই ও ১৯ নভেম্বর দিল্লিতে শিল্প ও বানিজ্য দপ্তরের সচিব ও অধিকর্তা শিল্পপতিদের সঙ্গে আলোচনায় বসেন। রাজ্যে শিল্পের বিকাশের জন্য এই বৈঠক করেন তারা। শিল্পের বিকাশ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। মঙ্গলবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান মন্ত্রী মনোজ কান্তি দেব। তিনি আরও জানান আগামী ৯ ও ১০ ডিসেম্বর রাজ্যের প্রজ্ঞাভবনে বৃহৎ আকারে একটি শিল্প ক্ষেত্রে সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই সেমিনারে অংশ নিতে শিল্প পতিদের আহ্বান জানানো হয়েছে।
এখনো পর্যন্ত ৮০ জনের উপর শিল্পপতি সেমিনারে আসার বিষয়ে জানিয়েছেন। রাবার ভিত্তিক বড় শিল্প গড়ে তোলার জন্য নামিদামী শিল্প প্রতিষ্ঠান গুলিকে আমন্ত্রণ জানানো হয়েছে। রাজ্যে শিল্প ক্ষেত্রে বিনিয়োগ বারাতে এবং কর্ম সংস্থানের উদ্দেশ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। মন্ত্রী আশা প্রকাশ করেন আগামী ৯ ও ১০ ডিসেম্বর যে আলোচনা হবে তাতে আগামী দিনে রাজ্যের শিল্পের বিকাশে গুরুত্ব পূর্ণ ভূমিকা গ্রহণ করবে। কথা বার্তার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার ও দপ্তর তাঁদের যাবতীয় সহায়তা করতে প্রস্তুত বলেও জানান তিনি। সমস্ত শিল্পপতিদের আহ্বান জানান এই সেমিনারে অংশ নেওয়ার আহ্বান জানান মন্ত্রী। যারা খাদ্য পক্রিয়া করণ, চা, বাঁশ, হস্ততাত, আগর, পর্যটন, আই টি ও উচ্চ শিক্ষার ক্ষেত্রে শিল্প প্রতিষ্ঠান খুলতে চায় তাঁদের বিশেষ ভাবে শহায়তা করবে সরকার। আগামী দিনে শিল্প ক্ষেত্রে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে বদ্ধ পরিকর সরকার। শিল্প স্থাপনের মাধ্যমে কর্ম সংস্থান ও রাজ্য আর্থিক ভাবে সাবলম্বী হবে বলে জানান মন্ত্রী মনোজ কান্তি দেব। এই ক্ষেত্রে সকলের সহযোগিতার আহ্বান জানান তিনি। সমস্ত দপ্তরকে এই কর্ম যজ্ঞে যুক্ত করা হয়েছে বলে জানান তিনি। সরকার চায় এই রাজ্যে শিল্পের বিকাশ ঘটুক। এই ক্ষেত্রে আন্তরিক মুখ্যমন্ত্রীও। আবেদনে সাড়া দিয়ে ১০০ উপর প্রতিনিধি সেমিনারে অংশ নেবেন। তাদের মাধ্যমে রাজ্যের শিল্পের বিকাশ ঘটবে বলে আশা ব্যক্ত করেন মন্ত্রী। সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন টি আই ডি সি-র চেয়ারম্যান টিঙ্কু রায়, শিল্প ও বানিজ্য দপ্তরের সচিব।