Monday, February 6, 2023
বাড়িরাজ্যবন্ধুর হুমকিতে আত্মহত্যা ১৭ বছর বয়সি কিশোরের

বন্ধুর হুমকিতে আত্মহত্যা ১৭ বছর বয়সি কিশোরের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ ডিসেম্বর :  প্রেম অবুঝ। আর এই অবুঝ প্রেম কেড়ে নিলো কিশোরের প্রাণ। ভালোবাসার যুদ্ধ যেন শেষ প্রহর গুনে নেয় পাপাই নামে ১৭ বছর বয়সী দেবদাসের জীবন। যা বাকরুদ্ধ করে দিলো উদয়পুর দাসপাড়া এলাকাবাসীকে। অজিত নট্ট দাসের ছেলে এই পাপাই দাস।

বয়স মাত্র ১৭ বছর। দীর্ঘদিন ধরে সে উদয়পুর খিল পাড়ার এক মেয়ের ভালোবাসায় হাবুডুবু খাচ্ছিল। আর এরই মধ্যে মেয়েটি কিছুদিন পূর্বে পাপাই -এর বন্ধু পাপনের প্রেমে পড়ে যায়। এবং পাপাইকে ফোন করে তার বন্ধু হুমকি দেয় মেয়েটির সাথে ভালোবাসার সম্পর্ক ছিন্ন করার জন্য। তাই ভালোবাসায় ব্যর্থ হয়ে শনিবার বিষ পান করে। পরে বাড়ির লোকজন এই ঘটনা দেখতে পেয়ে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়। যদিও অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জিবি হাসপাতালে রেফার করা হয়। জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু কোলে ঢলে পড়ে দেবদাস পাপাই বলে জানায় তার বন্ধু। মঙ্গলবার মৃতদেহ উদয়পুরস্হিত নিজ বাড়িতে নিয়ে আসলে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য