স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ ডিসেম্বর : স্ত্রীর হাতে খুন হতে হলো স্বামীকে। গত সোমবার রাতে এই খুনের ঘটনা ঘটে বিলোনিয়া থানাধীন দক্ষিণ সোনাইছড়ির গোবিন্দ পাড়াতে। আটক স্ত্রী বিষ্ণু মালা ত্রিপুরা। তবে কি কারনে স্ত্রী বিষ্ণূ মালা ত্রিপুরা স্বামী বাহুরাই ত্রিপুরাকে হত্যা করেছে জানা যায় নি। পুলিশের প্রাথমিক ধারণা সংসারের অশান্তির জেরে এই হত্যা।
খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। জানা যায়, স্ত্রী টাক্কাল দিয়ে হত্যা করেছে স্বামীকে। মুখে এবং মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের কাছেও স্বীকার করেছে স্ত্রী বিষ্ণু মালা ত্রিপুরাই নাকি স্বামী বাহু রাই ত্রিপুরাকে হত্যা করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে খুন কান্ডে ব্যবহৃত দা সহ লাঠি। পুলিশ একটি খুনের মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্ত স্ত্রীকে জিজ্ঞেসাবাদ চালাচ্ছে পুলিশ। এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য।