স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ ডিসেম্বর : শনিবার বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক নবম শ্রেণীর ছাত্রীদের মধ্যে বাই সাইকেল বিতরণ করা হয়। অনুষ্ঠানটি হয় মহারানি তুলসিবাতি বালিকা বিদ্যালয়ে। ২০২০-২১ এবং ২০২১ – ২২ শিক্ষাবর্ষের নবম শ্রেণীর ছাত্রীদের মধ্যে বাই সাইকেল বিতরণ করা হয়। পশ্চিম জেলার ৯ টি স্কুলের ৯৭৮ জন ছাত্রিকে এই বাই সাইকেল প্রদান করা হবে। এদের মধ্যে তিনটি স্কুলের ছাত্রীরা এদিনের অনুষ্ঠানে অংশ নেয়।
এগুলি হল মহারানী তুলসীবতি বালিকা বিদ্যালয়, বোধজং বালিকা বিদ্যালয় এবং নেতাজী সুভাষ বিদ্যানিকেতন। মহারানী তুলসীবতি বালিকা বিদ্যালয়ের ৪৪৯, বোধজং বালিকা বিদ্যালয়ের ৯৪ এবং নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের ১৫৪ জন ছাত্রীকে বাই সাইকেল প্রদান করা হয়। মন্ত্রী রতন লাল নাথ তাদের হাতে বাই সাইকেল তুলে দেন। বর্তমান সরকার সিদ্ধান্ত নেয় নবম শ্রেণীতে পাঠরতা প্রত্যেক ছাত্রীকে বাই সাইকেল দেওয়ার। এই সিদ্ধান্ত মোতবাকে এই সাইকেল প্রদান করা হচ্ছে। ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ২৮ হাজার ৬ জন এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষে ২৬ হাজার ৫৩০ জনকে বাই সাইকেল প্রদান করা হয় বলে জানান মন্ত্রী রতন লাল নাথ। তিনি আরো বলেন, ১২৫ টি স্কুলকে বিদ্যাজ্যোতি স্কুল হিসাবে ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ১০০ টি স্কুল শুরু হয়েছে। বাকী ২৫ টি স্কুল দ্রুত শুরু হবে।