স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ ডিসেম্বর : আগে মানুষের মধ্যে একটা মানসিকতা ছিল কারোর টিবি হলে তার থেকে দূরে থাকার। এক ঘড়ে করে দেওয়ার প্রবণতা ছিল। বর্তমান চিকিৎসা শাস্ত্র অনুযায়ী স্পষ্ট হয়ে গেছে টিবি রোগ নির্মূল সম্ভব। নিয়মিত ওষুধ নিলে সেরে যায়। সম্পূর্ণ নির্মূল হয়ে যায়। অস্বাস্থ্যকর পরিবেশ ও পুষ্টির কারনে এই টিবি রোগ হয়।
সেই জন্য পুস্টিকর আহার তুলে দেওয়া হচ্ছে। আধিকারিক এবং মন্ত্রী ও জনপ্রতিনিধিদের তাদের দায়িত্ব নিয়ে সেবায় এগিয়ে আসতে হবে। ভাতৃত্ব বোধকে জাগ্রত করতে হবে। মানুষের জন্য সেবা করলেই সমস্ত কিছু সম্ভব। শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এবং টিবি এসোসিয়েশনের যৌথ উদ্যোগে প্রধানমন্ত্রী টিবি মুক্ত অভিযানের অঙ্গ হিসাবে নিক্ষয় মিত্র হিসাবে যোগদান করুন এবং যক্ষ্মা রোগীদের সাহায্য করার প্রতিশ্রুতি নিন- অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন আগরতলার টিবি এসোসিয়েশন হলে মুখ্যমন্ত্রী এক বছরের জন্য দুজন টিবি রোগীর দায়িত্বভার গ্রহণ করেন। টিবি রোগীদের হাতে তুলে দেন পুষ্টিকর খাবারের প্যাকেট। উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা ডাঃ রাধা দেববর্মা, স্বাস্থ্য অধিকর্তা ডাঃ শুভাশিস দেববর্মা, সি এম ও পশ্চিম সহ অন্যান্যরা।