Saturday, April 20, 2024
বাড়িরাজ্যনিয়ম নীতি তোয়াক্কা না করায় প্রানী সম্পদ বিকাশ দপ্তরের বিরুদ্ধে বিক্ষোভ

নিয়ম নীতি তোয়াক্কা না করায় প্রানী সম্পদ বিকাশ দপ্তরের বিরুদ্ধে বিক্ষোভ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ ডিসেম্বর : কেন্দ্রীয় নিয়ম নীতির তোয়াক্কা না করে মোবাইল ভ্যাটেইনারি ইউনিট নামে কেন্দ্রীয় সরকারের একটি প্রজেক্ট রাজ্যে চালু করতে চাইছে প্রানী সম্পদ বিকাশ দপ্তর। তাই এর তীব্র বিরোধিতা করলো রাজ্যের বেকার যুবক যুবতীরা।

 বেকার যুবক যুবতীদের অভিযোগ সম্প্রতি একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকারের গাইড লাইন রয়েছে এই ইউনিটে যে সমস্ত প্রানী চিকিৎসক কাজ করবেন তাদের মাসিক বেতন হবে ৫০ হাজার টাকা। কিন্তু রাজ্য সরকারের থেকে প্রকাশিত নোটিফিকেশনে উল্লেখ রয়েছে প্রানী চিকিৎসকদের জন্য মাত্র ২৫ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।

 এই ক্ষেত্রে বঞ্চনার অভিযোগ তুলে ডেপুটেশন প্রদান করল প্রানী চিকিৎসকেরা। এই রাজ্যে বহু বেকার প্রানী চিকিৎসক রয়েছে। তাদের নিয়োগ পক্রিয়া দীর্ঘ বছর যাবত বন্ধ। তারা প্রানী সম্পদ বিকাশ দপ্তরের বিশেষ সচিব ডা কে শশি কুমারের উদ্দেশ্য আহবান জানান অতিসত্বর যেন এই নোটিফিকেশন বাতিল করেন। মাসিক ৫০ হাজার বিনিময়ে যাতে চিকিৎসক নিজুক্ত করা হয় তার দাবীও জানান ত্রিপুরা প্রোগেসিভ ভ্যাটেইনারি ডাক্তার ফোরামের সাধারণ সম্পাদক ডাঃ পার্থ প্রতীম দত্ত।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য