Sunday, September 8, 2024
বাড়িরাজ্যদুদেশের সীমান্ত রক্ষীদের কনফারেন্স সফল

দুদেশের সীমান্ত রক্ষীদের কনফারেন্স সফল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ ডিসেম্বর : গত ৭ ডিসেম্বর থেকে শালবাগান স্থিত বি এস এফ-র ফ্রন্টিয়ার হেড কোয়াটারে শুরু হয় বি এফ এফ ও বি জি বি-র বর্ডার কোওর্ডিনেশন কনফারেন্স। তিন দিনের এই কনফারেন্সে দুই দেশের সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।  তবে আলোচনায় প্রাধান্য পায় উগ্রপন্থী সমস্যা, পাচার বানিজ্য , নেশা বানিজ্য , সীমান্ত রেখা লঙ্খন নিয়ে ।

 এই বিষয় নিয়ে সীমান্তের দুপ্রান্তে বসবাসকারীদের সঙ্গে সঙ্গে সীমান্তরক্ষি বাহিনীর জওয়ানরা আলোচনা করবেন বলে জোর দেওয়া হয়। দুই দেশের মধ্যে সুসম্পর্ককে আরও সুদৃর করতে উদ্যোগ গ্রহণ করা হয়। বৃহস্পতিবার তিন দিনের কনফারেন্স শেষে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকরা সাংবাদিক সম্মেলনে মিলিত হন। আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানান তারা। দুই দেশের সীমান্তের মধ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে বি জি বি বদ্ধ পরিকর বলে জানান  রিজিওনাল কমান্ডার তানভীর গনি চৌধুরী।  আগামী দিনে এই কনফারেন্স থেকে গৃহীত সিদ্ধান্ত গুলি দুই দেশের ক্ষেত্রে সহায়ক হবে বলে আশা ব্যক্ত করেন তারা। বি এফ এফ ফ্রন্টিয়ার ত্রিপুরার আই জি সুমিত সরণের নেতৃত্বে ১২ সদস্যক প্রতিনিধি দল অংশ নেয়। অপর দিকে বি জি বি চিটাগাং দক্ষিন পূর্ব রিজনের এডিজি তথা  রিজিওনাল কমান্ডার তানভীর গনি চৌধুরির নেতৃত্বে ১৩ জন সদস্য অংশ নেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য