স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ ডিসেম্বর : বৃহস্পতিবার সকালে এডি নগর থানাধীন বেলতলী এলাকায় জমি সংক্রান্ত বিবাদ ঘিরে গুরুতর আহত হন রেনু ভৌমিক নামে ৫০ বছরের এক মহিলা। অভিযুক্তরা হলো রাখাল ভৌমিক, দুলু ভৌমিক, রজত ভৌমিক। তাদের ধারালোর অস্ত্রের আঘাতে আহত হন এই মহিলা।
ঘটনার বিবরণে জানা যায়, বেলতলী এলাকার বাসিন্দা রেনু ভৌমিকের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে রাখাল ভৌমিক, দুলু ভৌমিক এবং রজত ভৌমিকের বিবাদ চলছিল। এরই মধ্যে বৃহস্পতিবার সকালে সেই জমি নিয়ে আবারো ঝগড়া সৃষ্টি হয় রেনু ভৌমিকের সঙ্গে। পরে একটা সময় অভিযুক্ত তিনজনের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন রেনু ভৌমিক।
এবং রেনু ভৌমিকের মেয়ে মুন ভৌমিককেও আক্রমণে চেষ্টা করে অভিযুক্তরা। পরে আহত মহিলার মেয়ে তার মাকে উদ্ধার করে আই জি এম হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে আহত মহিলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে বলে জানান আহত মহিলার কন্যা।