স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ ডিসেম্বর : বাইক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল একজনের। ঘটনাটি ঘটে তুলাশিখরের নমোনজয় পাড়া এলাকায়। ঘটনা মঙ্গলবার বিকাল সাড়ে চারটা নাগদ। নিহত ব্যক্তির নাম নিপেন্দ্র দেববর্মা। অপর আহত ব্যক্তি বিষ্ণুচরণ দেববর্মা। আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়।
প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায় নীপেন্দ্র দেববর্মা ও বিষ্ণু দেববর্মা বাইক নিয়ে তুলাশিখর বাজার থেকে নমোনজয় পাড়া এলাকায় নিজ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন।নমোনজয় পাড়ায় অপরদিক থেকে একটি টিপার গাড়ি আসছিল বাইক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহী নিপেন্দ্র দেববর্মা। অপর বাইক আরোহীকে ঘটনানাস্থল থেকে দমকল কর্মীরা খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে। অবস্থা গুরুতর উপায়, জিবি হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক।