Friday, April 19, 2024
বাড়িরাজ্য১০,৩২৩ -এর মানববন্ধন ৯ ডিসেম্বর

১০,৩২৩ -এর মানববন্ধন ৯ ডিসেম্বর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ ডিসেম্বর : নির্বাচন আসন্ন, সময় সিমিত। গত ২২ নভেম্বর মহাকরণে মুখ্যমন্ত্রী আইনি পরামর্শদাতা এবং চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসেছিলেন। তারপর দ্বিতীয় দফার বৈঠক এখন পর্যন্ত হয়নি। ইতিমধ্যে রাজ্য সরকার যদি ১০,৩২৩ চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের জন্য দ্বিতীয় দফার বৈঠক করে স্কুলমুখী করার সিদ্ধান্ত গ্রহণ না করে তাহলে বিপাকে পড়বে তারা। কারণ আগামী এক মাস পর নির্বাচন নির্ঘন্ট ঘোষণা হতে পারে।

তাই সরকার যাতে সহসায় তাদের স্কুল-মুখী করার জন্য সিদ্ধান্ত নিয়ে তার জন্য আগামী ৯ ডিসেম্বর রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানের সামনে থেকে রাধানগর পর্যন্ত রাস্তার দুপাশে দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত করা হবে। রবিবার দুপুরে কৃষ্ণনগর স্থিত টি আর টি সি -র কনফারেন্স হলে বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে জানান জয়েন্ট মুভমেন্ট কমিটি ১০,৩২৩ -এর চাকরিচ্যুত শিক্ষক বিজয় কৃষ্ণ সাহা। তিনি বলেন, মানববন্ধন কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রীর সহ রাজ্য মন্ত্রী সভার অন্যান্য সদস্যদের কাছে দাবি জানানো হবে যাতে দ্বিতীয় দফায় বৈঠক করে সরকার তাদের স্কুলমুখী করার সিদ্ধান্ত নেয়। পাশাপাশি যেসব চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকা প্রয়াত হয়েছেন তাদের পরিবারের একজনকে চাকুরির প্রদান করা হয়। এবং এই নীরব আন্দোলন কর্মসূচিতে রাজ্যের সমস্ত ১০,৩২৩ চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিত হতে আহ্বান জানানো হয়। কারণ এই কর্মসূচি হবে রাজ্য সরকারের কাছে শেষবারের জন্য আবেদন। তারপরও সমস্যা সমাধান না হলে অন্যতম আন্দোলন গড়ে তুলবে বলে জানান তিনি। কারণ মৃত্যুর মিছিল দীর্ঘায়িত হচ্ছে। তাই সরকারকে অবিলম্বে সিদ্ধান্ত নিয়ে স্কুলে পাঠানোর ব্যবস্থা করে বলে দাবি করেন তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন চাকরিচ্যুত শিক্ষক কমল দেব, অজয় দেববর্মা সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য