Tuesday, January 14, 2025
বাড়িরাজ্যশহীদ ক্ষুদিরাম বসুর জন্মজয়ন্তী উদযাপন

শহীদ ক্ষুদিরাম বসুর জন্মজয়ন্তী উদযাপন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ ডিসেম্বর : ১৩৪ তম জন্মদিন উপলক্ষে শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটি শহিদ বিপ্লবী ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধার সাথে স্মরণ করল। শনিবার রাজধানীর উজ্জয়ন্ত প্রসাদের সামনে শহিদ ক্ষুদিরাম বসুর পূর্ণাবয়ব মূর্তিতে ফুল দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। ১৯৪৭ সালে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে।

 বহু বীর শহীদের আত্মবলিদানের ফলে দেশ স্বাধীনতা লাভ করে। এই বীর শহিদদের মধ্যে একজন ছিলেন ক্ষুদিরাম বসু। দেশের স্বাধীনতার জন্য হাঁসি মুখে আত্মবলিদান করেছিলেন তিনি। শনিবার শহিদ ক্ষুদিরাম বসুর ১৩৪ তম জন্মদিন। জন্মদিনে শহিদ ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধার সাথে স্মরণ করল শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটি। এইদিন রাজধানীর উজ্জয়ন্ত প্রসাদের সামনে শহিদ ক্ষুদিরাম বসুর পূর্ণাবয়ব মূর্তিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটির সদস্য সদস্যারা। উপস্থিত ছিলেন কমিটির সম্পাদক হর কিশোর ভৌমিক। তিনি সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে শহিদ ক্ষুদিরাম বসুর জীবনী তুলে ধরেন।ভারতবর্ষের স্বাধীনতার জন্য যে ভাবে ক্ষুদিরাম বসু হাঁসি মুখে আত্মবলিদান করেছিলেন, তা দেশের মানুষ কখনো ভুলবে না। তা বলার অপেক্ষা রাখে না।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য