স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ ডিসেম্বর : শুক্রবার বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতিঃ পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন প্রেক্ষিতে শীর্ষ সেমিনারের আয়োজন করা হয়। আগরতলা প্রেস ক্লাবে ক্যাম্পেইন ফর হিউম্যানিটি প্রটেকশন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি তথা বরিষ্ঠ সাংবাদিক সুবল কুমার দে, এনআইটি ত্রিপুরার অ্যাসোসিয়েট প্রফেসর ডঃ দেব দুলাল ত্রিপুরা, ক্যাম্পেইন ফর হিউম্যানিটি প্রটেকশনের কনভেনার নিরঞ্জন চাকমা সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে উপস্থিত আগরতলা প্রেস ক্লাবের সভাপতি তথা বরিষ্ঠ সাংবাদিক সুবল কুমার দে বক্তব্য রেখে বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির বিধানগুলি এখনো যথাযথভাবে বাস্তবায়ন হয়নি। জনজাতি মানুষ জাতীয় অস্তিত্ব অখুন্ন রাখতে ও পার্বত্য চট্টগ্রাম জনজাতি অধ্যুষিত অঞ্চলের বিশিষ্ট সংরক্ষণের জন্য সরকার পক্ষ থেকে যথাযথ কোন আইন ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বরঞ্চ উল্টো রোহিঙ্গা সহ বহিরাগত অনুপ্রবেশ চলছে বলে জানান তিনি। শ্রী দে আরো বলেন সরকারের সামনে কোন আয়না থাকে না। লংকায় যারাই যায় তারাই রাবণ হয়ে যায়। অর্থাৎ যে সরকারে যায় সেই ডাইনাসোর হয়ে যায়। বাংলাদেশ শেখ হাসিনার সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আশা ছিল চাকমারা তাদের অধিকার ফিরে পাবে। কিন্তু এই বঞ্চনার ফলে ৯৮ শতাংশ চাকমা থেকে বর্তমানে ৫০ শতাংশে এসে পৌঁছেছে। বাকীরা বিভিন্ন স্থানে গিয়ে আশ্রয় নিয়েছে। তাই চাকমাদের অধিকার ফিরে পেতে সঙ্ঘবদ্ধ ভাবে প্রতিবাদ গড়ে তুলতে হবে বলে আহ্বান করেন তিনি। আয়োজিত সেমিনারে উপস্থিত আগরতলা প্রেস ক্লাবের সভাপতি সুবল কুমার দে আশ্বস্ত করেছেন আগামী দিনে সংবাদ মাধ্যমের সহযোগিতায় সারা বিশ্বে তাদের এই অধিকারের জানান দেওয়া হবে।