স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ নভেম্বর : বাংলাদেশ থেকে বেআইনিভাবে আসা ৬ জন নাগরিককে আটক করল কৈলাশহর মহকুমার ইরানি থানার পুলিশ। ঘটনা বৃহস্পতিবার দুপুরে বাবুর বাজার এলাকায় প্রতিদিনের মতো ইরানি থানার পুলিশ তল্লাশি অভিযানে বসে। সে সময় গোপন সূত্রে খবর আসে টিলাবাজার এলাকায় কিছু অপরিচিত লোকজন ঘোরাফেরা করছে। গোপন সূত্রে এই খবর পেয়ে পুলিশ আধিকারিক আবু আগারওয়ালের নেতৃত্বে টিলা বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ।
সেখানে অপরিচিত সেই ছয় জন নাগরিককে জিজ্ঞাসাবাদ করার পর সন্দেহ হয় পুলিশের। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে কোনরকম আইনি প্রক্রিয়া ছাড়াই সম্পূর্ণ বেআইনিভাবে তারা ভারতের ভূখণ্ডে প্রবেশ করেছে। বুধবার গভীর রাতে তারা বাংলাদেশ থেকে ভারতের মাটিতে অর্থাৎ কৈলাশহর মহকুমার। বাংলাদেশি নাগরিকরা হলেন যথাক্রমে শামীম মিয়া, মোঃ সোহাগ কাজী, সোহেল রানা, আল আমিন রহমান, ফারুক হোসেন, সোয়ান মিয়া। এই ৬ জন বাংলাদেশীকে আটক করে ইরানি থানার পুলিশ। তাদের কাছ থেকে ভারতীয় মুদ্রায় নগদ ৪ হাজার ৯৫০ টাকা এবং ছয়টি মোবাইল উদ্ধার করে পুলিশ। ভারতে নাকি তারা কাজের সন্ধানে এসেছে বলে পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে বলে জানান ইরানি থানার ভারপ্রাপ্ত আধিকারিক যতীন্দ্র দাস। বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে দুটি জাল আধার কার্ড এবং ভারতীয় স্টেট ব্যাংকের নকল পাসবুক উদ্ধার করেছে পুলিশ।