স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ ডিসেম্বর : বিদ্যুৎ আইন ২০০৩ এবং বিদ্যুৎ আইন(সংশোধনী) বিল ২০২১ প্রত্যাহারের দাবিতে বিভিন্ন রাজ্যের বিদ্যুৎ গ্রাহক সমিতিগুলি সম্মিলিত আহবানে সারা দেশে প্রতিবাদ দিবস হিসেবে পালন করা হয়। তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার ত্রিপুরা বিদ্যুৎ সমিতির উদ্যোগে আগরতলা বটতলায় রাস্তার পাশে দাঁড়িয়ে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়।
দাবি তুলেন বিদ্যুৎকে পণ্য নয় পরিষেবা হিসেবে বিবেচনা করতে হবে। প্রিপেইড মিটার লাগানো চলবে না। কৃষিতে বিনা মূল্যে, গৃহস্থ্য ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দিতে হবে। মূলত এই দাবিগুলি নিয়ে ত্রিপুরা বিদ্যুৎ সমিতির কনভেনার সঞ্জয় চৌধুরী বক্তব্য রেখে বলেন বিদ্যুৎ একটি অতি আবশ্যক পরিষেবা। সরকারি বিদ্যুৎকে অতি মুনাফা অর্জনের সামগ্রী হিসেবে ব্যবহার করতে দেশের কর্পোরেটদের হাতে তুলে দিচ্ছে। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে রাজ্যের সকল স্তরের বিদ্যুৎ গ্রাহক সংঘটিত আন্দোলন এগিয়ে আসতে আহ্বান জানান তিনি। সভার পর একটি প্রতিনিধিদল পশ্চিম ত্রিপুরা জেলাশাসক মারফত কেন্দ্রীয় শক্তি মন্ত্র উদ্দেশ্যে দাবি সনদ প্রদান করে।