স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ নভেম্বর : রাজ্য বিজেপি ও আইপিএফটি সরকার স্বচ্ছ নীতিতে বিশ্বাসী। দলের মাধ্যমে কাউকে চাকুরি প্রদান করে না সরকার। বামফ্রন্ট সরকারের আমলে প্রলোভন দিয়ে মিছিলে হাঁটিয়ে চাকুরী দিত। কিন্তু শেষ পর্যন্ত সেই চাকুরী গুলি নষ্ট হয়ে যেত। এই নীতিতে বিশ্বাসী নয় সরকার। স্বচ্ছতার মাধ্যমে চাকুরী প্রদান করে মানুষের আস্থা অর্জন করতে চায় সরকার। সোমবার সোনামুড়া মহকুমা শাসকের নবনির্মিত ভবনের শিলান্যাস করে একথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
এই শিলান্যাস অনুষ্ঠানটি হয় সোনামুড়া নবদ্বীপ চন্দ্র ইনস্টিটিউট স্কুলের মাঠে। সামাজিক ভাতা ৭০০ টাকা থেকে প্রথম দফায় ১০০০ টাকা ঘোষণা করে সরকার। কিন্তু প্রতিশ্রুতি মোতাবেক সেই ভাতার অঙ্ক বৃদ্ধি করে করা হয়েছে ২০০০ টাকা। নতুন করে আরও ৩০ হাজার জনকে ভাতা প্রদান করা হবে। মানুষের দুঃখ খানিকটা লাঘব করার দিশাতে সরকার কাজ করছে বলে জানান মুখ্যমন্ত্রী। ৮ কোটি ৬৫ লক্ষ টাকা ব্যায়ে সোনামুড়া মহকুমা শাসকের নবনির্মিত ভবনটি নির্মাণ করা হবে। এটা সোনামুড়াবাসীর জন্য আনন্দ ও গর্বের বলে জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।
এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক সুভাষ চন্দ্র দাস, জেলাশাসক বিশ্বশ্রী বি, জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, দুই সমাজসেবক কিশোর বর্মন ও দেবব্রত ভট্টাচার্য। এদিন সোনামুড়া মহকুমার নলছড়ে ১০০০ মেট্রিকটন চালের গোডাউন, উত্তর পাহাড়পুড়ে ১০০০ মেট্রিকটন চালের গোডাউন, বড় নারায়ন স্কুলের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী কৃষকদের হাতে পাওয়ার টিলার মেশিন সহ বিভিন্ন সামগ্রী তুলে দেন। তারপর তিনি ধনপুরে সাধারণ মানুষের খোঁজ খবর নিতে যান। মানুষের কাছ থেকে খোঁজখবর নেন সঠিকভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘর, সামাজিক ভাতা সহ অন্যান্য সুবিধা পেয়েছে কিনা।