Sunday, February 9, 2025
বাড়িরাজ্যকরোনায় মৃত্যু ২

করোনায় মৃত্যু ২

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ নভেম্বর : সবেমাত্র শেষ হয়েছে পুর ও নগর নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে দেখা গেছে কোভিড বিধি লঙ্ঘন। কোন ধরনের নির্দেশিকা মানা হয়নি বলেই চলে। ভোটের লাইনে না ছিল কোন ধরনের দৈহিক দূরত্ব, না ছিল মুখে মাক্স। এমনকি বহু ভোটার পর্যন্ত সরকারি নির্দেশিকা অবজ্ঞা করেছে।

সম্পূর্ণভাবে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে নির্বাচন পরিচালনা হয়েছে বলে মনে করে সচেতন মহল। সোমবার সন্ধ্যায় স্বাস্থ্য দপ্তরের বুলিটিনে দেখা গেছে রাজ্যে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে আরো ২ জনের। ১,১৬৪ জনের নমুনা পরিক্ষা করে সংক্রমণ শনাক্ত হয় ৩ জনের। এর মধ্যে পশ্চিমে জেলা, গোমতী জেলা এবং উত্তর জেলায় ১ জন করে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে। বর্তমানে রাজ্যের সক্রিয় রোগীর সংখ্যা ৭৪ জন। পজিটিভিটির হার ০.২৬ শতাংশ। সুস্থতার হার ৯৮.৯৪ শতাংশ। সচেতন মহলের পক্ষ থেকে দাবি উঠছে যাতে নমুনা পরিক্ষার হার বাড়ানো হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য