স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ নভেম্বর : বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে রাজধানীর রামনগর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সোমবার রামনগর স্পোর্টিং ক্লাবে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। হেপাটাইটিস ফাউন্ডেশান অফ ত্রিপুরা সহযোগিতায় হয় এই স্বাস্থ্য শিবির। স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন হেপাটাইটিস ফাউন্ডেশান অফ ত্রিপুরার প্রাক্তন সভাপতি তথা বিশিষ্ট চিকিৎসক ডাক্তার প্রদীপ ভৌমিক।
এক সাক্ষাৎকারে ডাক্তার প্রদীপ ভৌমিক জানান সকল রোগের উৎসস্থল হচ্ছে ডায়াবেটিস। যাদের ডায়াবেটিস রোগ থাকে তাদের কিডনির সমস্যা বেশি হয়। এমনকি হার্টের সমস্যা দেখা দেয়। মানব দেহের বিভিন্ন অঙ্গ গুলির ক্ষতি করে ডায়াবেটিস। বর্তমানে ওয়ার্ল্ড হেলথ অরগেনাইজেসানও চাইছে সমগ্র বিশ্ব ডায়াবেটিস নিয়ে এক সাথে কথা বলুক। তাই ডায়াবেটিস নিয়ে সচেতনতার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমানে প্রায় ১২ শতাংশ মানুষ ডায়াবেটিস রোগে ভুগছে।