স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ নভেম্বর : সোমবার টাউন হলে ৬৯ তম অখিল ভারত সমবায় সপ্তাহ উপলক্ষ্যে এক আলোচনা চক্রের আয়োজন করা হয়। সমবায় দপ্তর এবং ত্রিপুরা রাজ্য সমবায় ইউনিয়নের উদ্যোগে আলোচনা চক্রের আয়োজন করা হয়েছে। এবারের ভাবনা স্বাধীনতার ৭৫ বর্ষ – সমবায়ের বিকাশ ও ভাবনা। আলোচনা চক্রের সূচনা করেন মন্ত্রী প্রেম কুমার রিয়াং।
দেশের বিভিন্ন রাজ্যে সমবায় দপ্তরকে কিভাবে আরও শক্তিশালী করা যায় সেই বিষয়ে সম্যক ধারনা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। সমবায়ের মাধ্যমে গ্রামীন অর্থ নীতিকে শক্তিশালী করতে কাজ করা হচ্ছে। যারা উদ্যোগী তাদের সহযোগিতা করবে সমবায় দপ্তর। যুগ ও সময় পাল্টাচ্ছে। মানুষ আরও শিক্ষিত হচ্ছে। এই ক্ষেত্রে সমাজ যদি সঠিক পরিকাঠামোর মধ্যে কাজ করতে পারে তাহলে আগামী দিনে সরকারী চাকুরীর পেছনে না দৌড়ে নিজেরাই চাকুরীর সৃজন করতে পারবে বলে জানান মন্ত্রী প্রেম কুমার রিয়াং। রাজ্যে ৩২০০ টি সমবায় সমিতি কাজ করছে। এর মধ্যে ৩৩৮ টি নিস্কৃয় অবস্থায় আছে। কেন তারা নিস্কৃয় আছে। কোথায় তাদের সমস্যা হচ্ছে তা দেখতে হবে দপ্তরকে। কারুর ইচ্ছা না থাকলে তাহলে আগামী দিনে নিস্কৃয় শব্দটাক মুছে দিতে হবে বলে বার্তা দেন মন্ত্রী প্রেম কুমার রিয়াং। যা আছে তাকে কার্যকর থাকতে হবে। আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ রাখলে চলবে না। গুরুত্ব অনুধাবন করে সঠিক ভাবে তা কাজে লাগানোর আহ্বান জানান তিনি। তিনটি ক্লাস্টারকে কাজের নিরিখে পুরষ্কার ও আর্থিক রাশি তুলে দেন অতিথিরা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা মার্ক ফেডের চেয়ারম্যান বিধায়ক কৃষ্ণধন দাস, দপ্তরের সচিব অভিষেক সিং, ত্রিপুরা রাজ্য সমবায় ইউনিয়ের চেয়ারম্যান রনজয় কুমার দেব প্রমুখ।