Friday, March 29, 2024
বাড়িরাজ্যমানুষের সুখে স্বাচ্ছন্দে বাঁচার দিশা হারিয়ে গেছে বিজেপি সরকারের আমলে : মানিক

মানুষের সুখে স্বাচ্ছন্দে বাঁচার দিশা হারিয়ে গেছে বিজেপি সরকারের আমলে : মানিক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ অক্টোবর : মানুষের কাজ খাদ্যের অভাব চরম আকার ধারণ করেছে। এই অবস্থার মূল কারণ হলো ব্যাংক থেকে ১১ লক্ষ কোটি টাকা আত্মসাৎ করে দেশ থেকে পালিয়ে গেছে বহু পুঁজিপতি। সরকার সেই ঋণ পুঁজিপতিদের মুকুব করে দিয়েছে। কিন্তু ব্যাংক থেকে ঋণ মিলছে না সাধারণ গরিব অংশের মানুষের। রবিবার সি আই টি ইউ রাজ্য কার্যালয়ে ত্রিপুরা রাজ্য টেইলারিং ওয়ারকার্স ইউনিয়নের ষষ্ঠ সম্মেলনে বক্তব্য রেখে এমনটাই বললেন সি আই টি ইউ রাজ্য সভাপতি মানিক দে।

তিনি পূবর্তন সরকারের আমলের প্রসঙ্গ টেনে বলেন তৎকালীন সময়ে ত্রিপুরা রাজ্যে টুয়েপ কর্মীরা ৬০-৭০ দিন কাজ পেতেন। বর্তমানে সেই কাজ কমে দাঁড়িয়েছে মাত্র ১৫ থেকে ২০ দিন। ফলে মানুষ সুখে স্বাচ্ছন্দে বাঁচার দিশা হারিয়ে গেছে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। আরো বলেন এ সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে বহু প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু গত সাড়ে চার বছরের অধিক সময় অতিক্রান্ত হয়ে গেলেও দেখা যাচ্ছে রেল লাইন এক কিলোমিটারও বৃদ্ধি করতে পারেনি এ সরকার। সারা রাজ্যে শুধু একটা মারামারি কারখানা তৈরি করে দিয়েছে। সাথে গোটা রাজ্য মন্ত্রীদের ফটো ছাপিয়ে লাগানো হয়েছে রাস্তার দুপাশে বলে অভিযোগ তুলে শ্রী দে। তিনি দাবি করেন সিআইডিইউ হল সৃষ্টির ঠিকানা। আর শাসক দল বিজেপি হল নির্দিষ্ট একটা অংশের মানুষের জন্য। সে একটা অংশে মানুষকে সুবিধা দিয়ে গোটা রাজ্যবাসী এবং দেশবাসীকে বঞ্চিত করে চলেছে এই সরকার। তাই বিজেপি ধ্বংসের ঠিকানা। তারা গোটা রাজ্যটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ তুলে সরকার পরিবর্তনের জন্য সকলকে আন্দোলন শক্তিশালী করার আহ্বান জানান মানিক দে। এ দিনের আয়োজিত সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন সিট্যু রাজ্য সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য