Sunday, February 16, 2025
বাড়িরাজ্যউদ্ধার যুবকের মৃতদেহ

উদ্ধার যুবকের মৃতদেহ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ অক্টোবর :  শনিবার সাত সকালে কলেজটিলা এলাকার জঙ্গলের একটি পরিত্যক্ত যাত্রী শেডঘর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায় এলাকাবাসী প্রাতঃ ভ্রমণে বের হয়ে যুবকের  মৃতদেহটি পড়ে থাকতে দেখতে পায়।

 পূর্ব থানা এবং কলেজটিলা পুলিশ ফাঁড়িতে খবর দেন। ছুটে আসে পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। পুলিশের প্রাথমিক ধারণা অতিরিক্ত নেশা সেবনের ফলে ওই যুবকের মৃত্যু হতে পারে । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মুহুর্তের মধ্যে।  ঘটনা তদন্ত শুরু করছে পুলিশ। এদিকে খবর পেয়ে ছুটে আসে পরিবারের সদস্যরা। মৃতদেহ শনাক্ত করেন তারা। মৃত যুবকের নাম প্রীতম দেবনাথ ওরফে রাজু। বয়স ২১ বছর। পেশায় কলমিস্ত্রী। কিন্তু দুই বছর আগে নেশায় আশক্ত হয়ে পড়ে রাজু। এরপর বারির লোকের নজরেই ছিল সে। শুক্রবার কাজে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়। কিন্তু কাজ না মেলায় ফিরে আসে। বিকালে এক ব্যক্তি তাদের কলেজটিলা এলাকায় ঘোরা ফেরা করতে দেখতে পায়। অবশেষে শনিবার উদ্ধার হয় মৃতদেহ। পরিবারের ধারনা অতিরিক্ত নেশা সেবনের ফলেই তার মৃত্যু হয়েছে। তার বাড়ি আড়ালিয়া মধ্যপাড়া এলাকায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য