স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ অক্টোবর : বৃহস্পতিবার রইস্যাবাড়ি আর ডি ব্লক অন্তর্গত নারকেলকুঞ্জের সুরক্ষার সোসাইটি তের দফার দাবিতে স্মারক লিপি তুলে দিলেন গন্ডাছড়া মহকুমার শাসক অরিন্দম দাস হাতে। তাদের দাবি নারকেল কুঞ্জ গত ১৭ অক্টোবর রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা লগ হাট ১৫ টি উদ্বোধন করেন।
এ ঘরগুলো নারিকেল কুঞ্জের সুরক্ষা সোসাইটির হাতে না দিয়ে বাইরের লোকদের দিয়ে দিয়েছে। তাদের দাবি নারিকেল কুঞ্জ সুরক্ষা সোসাইটির হাতে এই লক হাট গুলো তুলে দিতে হবে। নাহলে তারা অনির্দিষ্ট কালের জন্য পর্যটন কেন্দ্র নারিকেল কুঞ্জ বন্ধ করে দেবে। কারণ তারা যারা এলাকায় কর্মসংস্থানের অভাবে ভুগছে বহু যুবক যুবতী। লগ হাট তাদের হাতে তুলে দিলে কর্মসংস্থানের সুবিধা হবে। দেখার বিষয় প্রশাসনের পক্ষ থেকে এখন কি ব্যবস্থা গ্রহণ করা হয়।