স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ অক্টোবর : চারদিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন মধুপুরের রাধানগর এলাকা। নিগমের ভারপ্রাপ্ত এম ডি মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে দাবী করেছিলেন সিত্রাং -এর কারণে যেসব এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে সেসব এলাকা বুধবার দুপুরের মধ্যে বিদ্যুৎ পৌঁছে যাবে। যুদ্ধকালীন তৎপরতার সাথে চলছে বিদ্যুৎ সংস্কারের কাজ। বাস্তবায়িত হয়নি তা আবারও স্পষ্ট করল মধুপুর রাধানগর এলাকার উপপ্রধান এবং এলাকাবাসী।
মধুপুর বিদ্যুৎ নিগমের সিনিয়র ম্যানেজার সহ বিদ্যুৎ কর্মীদের বিরুদ্ধে বৃহস্পতিবার ক্ষোভ উগড়ে দেন তারা। জানা যায় ২৪ অক্টোবর সিত্রাং ঘূর্ণিঝড়ের ফলে রাস্তায় ভেঙে পড়ে বিদ্যুতের তার সহ বিদ্যুতের খুঁটি। সোমবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত দীর্ঘ চার দিন যাবত বিদ্যুৎহীন এলাকা। এলাকার জনসাধারণ বারবার মধুপুর বিদ্যুৎ অফিসে জানানোর পরও কর্মীরা কোনরকম উদ্যোগ গ্রহণ করছেন না। যে কারনে ক্ষুব্ধ হয়ে উঠে এলাকার জনসাধারণ। তারা জানান মধুপুর বিদ্যুৎ কর্মীরা নিজেদের মর্জিমাফিক অফিস পরিচালনা করেন। নিজেদের মর্জিমাফিক বিদ্যুতের লাইন সাড়াই করে। অফিসের সিনিয়র ম্যানেজারের আশীষ বণিক নিজের মর্জি মাফিক অফিস পরিচালনা করেন । এই নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির উদ্বেগ হয় বুধবার। যার রেশ গড়ায় বৃহস্পতিবার পর্যন্ত। উপপ্রধান রতন দেবনাথ সহ স্থানীয়রা দ্রুত বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য দাবী জানান।