Sunday, February 9, 2025
বাড়িরাজ্যইন্দ্রনগরস্থিত কালী মন্দিরে পূজা দিলেন মুখ্যমন্ত্রী

ইন্দ্রনগরস্থিত কালী মন্দিরে পূজা দিলেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ অক্টোবর : সোমবার রাজধানীর দক্ষিন ইন্দ্রনগরস্থিত কালী মন্দিরে যান রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রী পুজো দিয়ে রাজ্যবাসীর মঙ্গল কামনা করেন। তারপর ইন্দ্রনগর কালি মন্দিরের পুজো কমিটির উদ্যোগে আয়োজিত বস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী।

 এলাকার দুঃস্থদের হাতে বস্ত্র তুলে দেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা। পরে এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী জানান প্রতি বছর তিনি ইন্দ্রনগর কালি মন্দিরে আসার চেষ্টা করেন। গত বছরও এসেছিলেন। এই বছরও এসেছেন। রাজ্যবাসিকে তিনি দীপাবলির শুভেচ্ছা জানান। তিনি আরও বলেন ট্রাষ্ট দ্বারা ইন্দ্রনগর কালি মন্দির পরিচালিত হয়। ট্রাষ্ট দ্বারা এত বড় একটা মন্দির পরিচালন করা সহজ নয়। এছাড়াও মুখ্যমন্ত্রী জানান রাজ্য জুড়ে ঘূর্ণি ঝড় হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই নিয়ে রবিবার গুরুত্বপূর্ণ বৈঠক করা হয়েছে। সতর্কতা মূলক সকল ব্যবস্থা গ্রহণের জন্য জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। দুর্যোগ মোকাবেলা টিম প্রস্তুত রয়েছে। এন.ডি.আর.এফ-এর অতিরিক্ত জওয়ান রাজ্যে প্রেরন করার জন্য আবেদন জানানো হয়েছে। গুয়াহাটি থেকে বায়ু সেনার দুইটি বিমানে এন.ডি.আর.এফ-এর অতিরিক্ত জওয়ান রাজ্যে এসেছে।আগরতলার বেশকিছু এলাকা জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য