স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ অক্টোবর : মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে অকালে প্রাণ হারালো বয়স ৩০ -এর এক মহিলা। এই মর্মান্তিক ঘটনা সংঘটিত হয় শনিবার অমরপুর কুড়মা ভিলেজ এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় নিজ ঘরে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে চার্জার ফেটে বিদ্যুৎপৃষ্ট হয় মহিলা। মৃত মহিলার নাম স্বজনতী রিয়া।
মৃত মহিলার পিতা জানান বিদ্যুতের ছোবলে তার মেয়ে বাড়িতেই প্রাণ হারান। তারপরেও তড়িঘড়ি করে মৃত মহিলাকে অমরপুর মহকুমা হাসপাতাল নিয়ে যায় পরিবারের অন্যান্য লোকজনরা। এদিকে ঘটনার খবর পেয়ে মহকুমা হাসপাতালের ছুটে আসেন অমরপুর বীরগঞ্জ থানার পুলিশ খবর পেয়ে ছুটে আসেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক প্রশান্ত পোদ্দার। মহিলার মৃত্যুর পেছনে কোন রহস্য আছে কিনা খতিয়ে দেখছেন অমরপুর বীরগঞ্জ থানার পুলিশ। তবে এ মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা অমরপুর মহকুমা জুড়ে।