স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ অক্টোবর : পাহাড়ে বিজেপি বনাম তিপ্রা মথার লড়াই ক্রমশ বেড়ে চলেছে। রামচন্দ্র ঘাট মন্ডলের জনজাতি মোর্চার সম্পাদকের উপর প্রাণঘাতী হামলা এবং তার বাড়িঘর ভাংচুরের ঘটনার প্রতিবাদে শুক্রবার জনজাতি মোর্চার সমর্থিত কর্মীরা রাস্তা অবরোধ করে।
এদিন ধলা বিল চৌহমুনী এলাকায় এই রাস্তা অবরোধ করা হয়। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। জনজাতি মোর্চার নেতৃত্বদের অভিযোগ থানায় মথার দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ জানানো সত্ত্বেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। আর তাতে ক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধ করল বিজেপি জনজাতির মোর্চার সমর্থিতরা। জনজাতি মোর্চার নেতৃত্বের অভিযোগ মথার দুষ্কৃতীরা ক্রমাগতভাবে বিজেপি সমর্থকদের বাড়িঘরে হামলা মারধর হুমকি প্রদর্শন ইত্যাদি চালিয়ে আসছে। তিপ্রা মথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন সোশ্যাল মিডিয়ায় মিষ্টি মিষ্টি কথা বলে আর বাস্তবে দলের দুষ্কৃতীরা একের পর এক হিংসাত্মক ঘটনা সংঘটিত করছে। তাই পুলিশের কাছে সুষ্ঠু বিচারের দাবি জানায়।