স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ অক্টোবর : ত্রিপুরার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে যুক্ত হলো আরও একটি পালক। সরকারিভাবে স্থাপন করা রাজ্যের প্রথম ইংরেজি মাধ্যম কলেজ তথা শ্রী অরবিন্দ সাধারণ ডিগ্রি কলেজ। মঙ্গলবার কুঞ্জবনস্থিত পুরানো জেলা শিক্ষা এবং প্রশিক্ষণ কেন্দ্রে এই ইংরেজি মাধ্যম কলেজের শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া সমাজ এগুতে পারে না। তাই তিনি সঠিক শিক্ষা ব্যবস্থার উপর গুরুত্ব আরোপ করছে সরকার। তবে ইংরেজী সম্পর্কে জ্ঞান না থাকলে দেশ ও বিদেশের প্রতিযোগিতায় বসা সম্ভব নয়। সেই ক্ষেত্রে ইংরেজী বিষয়ে জ্ঞান থাকা আবশ্যক বলে অভিমত ব্যক্ত করেন তিনি। একটি মহাবিদ্যালয় চালু করা সহজ নয়। এরজন্য সমস্ত ধরনের পরিকাঠামো গড়ে তুলতে হয়। তবেই মেলে অনুমোদন। সমস্ত দপ্তরের সহযোগিতায় রাজ্যে প্রথম চালু করা হয়েছে সরকারী ইংরেজী মাধ্যম মহাবিদ্যালয়ের। এটা রাজ্যবাসীর জন্য গর্বের দিন বলে জানান তিনি।
বেসরকারি ইংরেজী মাধ্যম মহাবিদ্যালয় রয়েছে। কিন্তু এই প্রথম সরকারী ভাবে ইংরেজী মাধ্যম মহাবিদ্যালয়ের পথ চলা শুরু হয়েছে। এর জন্য উচ্চ শিক্ষা দপ্তরকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। টি এম সি হাসপাতালের পরিকাঠামোর উন্নতি ঘটিয়ে নিগ্রিমস বা রিমসের ধাঁচে করার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। একটি ডেন্টাল কলেজ স্থাপনের জন্যও দাবি জানানো হয়েছে। সেই দিশাতে কাজ চলছে । আগামী দিনে রাজ্যে একটি ডেন্টাল কলেজ স্থাপিত হবে বলে আশাবাদী তিনি। এই সরকারী মহাবিদ্যালয়ে ছাত্র ছাত্রীরা শিক্ষা গ্রহণ শুরু করবেন। কিন্তু সরকারের লক্ষ্য কেবল একজন গুনী ছাত্র বা ছাত্রী তৈরি করাই নয়। একজন ভাল মানুষ তৈরি করতে চায় সরকার। শিক্ষার সঙ্গে চরিত্র গঠনের জন্য আহ্বান জানান মুখ্যমন্ত্রী।
বইয়ের পোকা হয়ে থাকলেই চলবে না। অন্যান্য কার্যক্রমের সঙ্গে নিজেদের যুক্ত করতে হবে। রাজ্য সরকার নেশা মুক্ত ত্রিপুরা গড়ার আহ্বান জানিয়েছে। অভিভাবকেরা সন্তানদের সুরক্ষিত রাখতে চায় নেশার কবল থেকে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় একটা বড় অংশ নেশায় আশক্ত হয়ে পড়ছে। নেশা বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চলছে। একই সঙ্গে চলছে সচেতনতা মূলক কর্মসূচী বলে জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
পড়ুয়াদের শিক্ষক শিক্ষিকা, প্রবীন ব্যক্তিদের শ্রদ্ধা করতে শিখতে হবে। ভালবাসতে হবে জুনিয়ারদের। শিক্ষা গ্রহণ শেষে একজন পড়ুয়া যখন বেড়িয়ে যাবে সেই সময় এই স্মৃতি তার বার বার স্মরণে আসবে। অন্যদিকে শিক্ষক শিক্ষিকাদের শিক্ষা প্রদানে পরিবর্তন আনতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, মেয়র দীপক মজুমদার, মেয়র ইন কাউন্সিল হীরালাল দেবনাথ, পুর নিগমের উত্তর জোনের চেয়ারম্যান প্রদীপ চন্দ, কাউন্সিলার লতা নাথ, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অরুণোদয় সাহা সহ অন্যান্যরা। এদিন মহাবিদ্যালয়ের উদ্বোধনের পর ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা। সম্পূর্ণ ভাবে ইংরজী বিষয়ে এই সাধারন ডিগ্রী কলেজে চলবে পঠন পাঠন।