Tuesday, February 11, 2025
বাড়িরাজ্যট্রাকের চাকায় পিষ্ঠ ১

ট্রাকের চাকায় পিষ্ঠ ১

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ অক্টোবর :  দুই মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে বেঘোরে প্রাণ গেল মাঝ বয়সী এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম সিতাংশু নাথ।বাড়ি শনিছড়া বাজারে।এই ভয়ংকর পথ দূর্ঘটনা সংঘটিত হয়েছে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন আট নং আসাম আগরতলা জাতীয় সড়কের বাগবাসা এলাকায়। জানা গেছে, মঙ্গলবার সকাল আনুমানিক সোয়া দশটা নাগাদ সিতাংশু নাথ নিজের KA 59 E 2298 নম্বরের পালসার বাইকে করে দুই মেয়েকে বাগবাসা হলিক্রস স্কুলে দিয়ে শনিছড়ার নিজ বাড়িতে ফিরছিলেন।বাগবাসা বাজার ও শনিছড়া বাজারের মাঝামাঝি এলাকায় আসার পর জাতীয় সড়কের উপর প্রকান্ড প্রকান্ড গর্তের কারনে তিনি পিচ রাস্তায় ছিটকে পড়েন।তখন পেছন দিক থেকে চুরাইবাড়ি অভিমুখে আসা দ্রুত ব্যাগি একটি ট্রাকের চাকা তার মাথার উপর দিয়ে গিয়ে পিষ্ট করে পালিয়ে যায়।

তাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়,  পুলিশ ঘটনাস্থলে আসার আগেই স্থানীয়রা ঘাতক গাড়িটিকে আটক করার দাবিতে দূর্ঘটনাস্থল ও শনিছড়া বাজারে সড়ক অবরোধে সামিল হন। স্থানীয়দের অভিযোগ জাতীয় সড়ক দিয়ে রাজ্য ও বহিঃরাজ্যের ট্রাক গুলি মাত্রারিক্ত গতীতে আসা যাওয়া করে। এই মাত্রারিক্ত গতির কারনে পূর্বেও একই স্থানে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তাই স্থানীয়দের দাবি রাজ্য ও বহিঃরাজ্যের ট্রাক গাড়ি গুলির মাত্রারিক্ত গতি রুখতে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক। পরবর্তী সময় পুলিশের হস্তক্ষেপে স্থানীয়রা সড়ক অবরোধ মুক্ত করে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, এবং ঘাতক গাড়িটিকে চিহ্নিত করে আটক করার চেষ্টা চালাচ্ছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য