Tuesday, February 11, 2025
বাড়িরাজ্যত্রিপুরার গ্যাস বহনকারী বুলেট গাড়ির মালিকদের আন্দোলন

ত্রিপুরার গ্যাস বহনকারী বুলেট গাড়ির মালিকদের আন্দোলন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ অক্টোবর :  লেফুঙ্গার ভগবান চৌধুরীপাড়া এডিসি ভিলেজের অধীনে একটি গ্যাস বটলিং সেন্টার রয়েছে। এই সেন্টারটি আইওসি অনুমোদিত, যার নাম গংলুং গ্যাস বটলিং সেন্টার। এই গ্যাস সেন্টারটির ইনচার্জ হলেন রাজীব ভোড়া। এই স্থানটিতে রাজ্যের এবং উত্তর-পূর্বাঞ্চলের বুলেট গাড়ি গুলি গ্যাস নিয়ে আসে এবং এখানে এসে গাড়ির গ্যাসের টাংকি গুলি খালি করে। এই সেন্টারটিতে বাংলাদেশ থেকেও গ্যাস নিয়ে গাড়ি আসে।

 ত্রিপুরার বুলেট গাড়ি গুলির মালিকরা অভিযোগ করেন এই স্থানটিতে গ্যাস নিয়ে আসার পর তাদের গাড়ি গুলিকে অনেকদিন বসিয়ে রাখা হয় বিভিন্ন ধরনের তালবাহানা করে। ১০ দিন ১৫ দিন পর তাদের গাড়িগুলো খালি করা হয়। পাশাপাশি দেখা যায় বাংলাদেশ থেকে আসা গাড়ি গুলিকে তৎপরতার সাথে খালি করে রিলিজ করে দেওয়া হয়। এই অব্যবস্থা চলছে দীর্ঘদিন যাবত। এ নিয়ে  ১৮ অক্টোবর ত্রিপুরার গ্যাস বহনকারী গাড়ি গুলির মালিকরা একজোট হয়ে এই গ্যাস বটলিং সেন্টারের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। কিন্তু তারা কোনো সঠিক জবাব মালিকদের দেয়নি। গাড়ির মালিকরা জানান কোম্পানির বটলিং  কর্মীরা তাদের নিয়ম অনুযায়ী মর্জি মতো গাড়ি খালি করবেন। এ নিয়ে মঙ্গলবার সকাল থেকেই গ্যাস বটলিং সেন্টারের সামনে চলছে ত্রিপুরার গ্যাস বহনকারী বুলেট গাড়ির মালিকদের আন্দোলন। গাড়ির মালিকরা চাইছেন গাড়িগুলি আসার পর একটা নিয়ম করে যেন তাড়াতাড়ি আনলোড করা হয় । কারণ এই গাড়ির উপর তাদের সংসার প্রতিপালনের, ব্যাংকের  কিস্তি, কর্মচারীর বেতন সবকিছুর রোজগার নির্ভর করছে। এখানে গাড়ি গুলি যদি ১০ দিন ১৫ দিন পড়ে থাকে তাহলে তাদের ব্যবসা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় বলে অভিযোগ। 

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য