Monday, February 10, 2025
বাড়িরাজ্য২৩ -এর জল মাপতে রাজ্য সফরে ওরান

২৩ -এর জল মাপতে রাজ্য সফরে ওরান

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ অক্টোবর : রবিবার মিজোরাম থেকে ত্রিপুরায় এসেছেন বিজেপি-র জনজাতি মোর্চার রাষ্ট্রীয় সভাপতি তথা আগামী বিধানসভা নির্বাচনে ত্রিপুরার সহ- পর্যবেক্ষক রাজ্য সভার সাংসদ সমীর ওরান। এদিন সন্ধ্যায় প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন তিনি। বিজেপি -র জনজাতি মোর্চার রাষ্ট্রীয় সভাপতি রাজ্য সভার সাংসদ সমীর ওরান বলেন কার্যকরতারা নিষ্ঠার সঙ্গে সংগঠন বিস্তারের কাজ করেন। আগামী বছর ফেব্রুয়ারী মাসের আশেপাশ সময়ে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ত্রিপুরায়।

 এই নির্বাচনকে সামনে কেন্দ্র করে এখন থেকে কর্মসূচী নেওয়া হবে। বুথ থেকে পৃষ্ঠা প্রমুখ প্রত্যেককে একত্রিত করে নির্বাচনী কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। তার পরিকল্পনা নেওয়া হবে শীঘ্রই। রাষ্ট্রীয় সভাপতির নেতৃত্বে সবাই হি সংগঠন নামে দেশব্যাপী কাজ করছে বিজেপি কার্যকরতারা। জনজাতিদের মানোন্নয়নে কাজ করছে কেন্দ্র ও রাজ্য সরকার।  মহিলা স্বশক্তিকরণেও উদ্যোগ নেওয়া হয়েছে। জনজাতি অংশের মানুষ বিভিন্ন প্রকল্প গুলি সম্পর্কে সঠিক ভাবে অবগত না থাকায় তার সুবিধা গ্রহণ করতে পারছেন না। এই সম্পর্কে কার্যকরতাদের ভূমিকা নিতে হবে।  তার জন্য বৈঠক করা হবে বলেও জানান বিজেপি-র জনজাতি মোর্চার রাষ্ট্রীয় সভাপতি রাজ্য সভার সাংসদ সমীর ওরান। সাংবাদিক সম্মেলনে মন্ত্রী রামপদ জমাতিয়া বলেন আগামী ১৯ অক্টোবর  এডিসি-র ৪৪ টি সাব জোনালে বিভিন্ন বিষয়কে সামনে রেখে চার্জশিট প্রদান করবে জনজাতি মোর্চা। এডিসি-র নির্বাচনের পর ক্ষমতায় থাকা তিপ্রা মথা দল জুমলাবাজী করে যাচ্ছে। চলছে হিংসাশ্রয়ী ঘটনা। চফ একাউন্ট জেনারেল থেকে টাকার সার্টিফিকেট দেওয়ার জন্য বলা হলেও তা দেয়নি বর্তমান শাসক দল। চলছে স্বজন পোষণ নীতি। এই সমস্ত বিষয় নিয়ে চার্জশিট প্রদান করা হবে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য