Friday, March 29, 2024
বাড়িরাজ্যআগরতলায় পা রাখলেন অভিষেক, সন্ত্রাস নিয়ে নিশানা মুখ্যমন্ত্রীকে, বিমানবন্দরে পরিত্যক্ত ব্যাগ উদ্ধারে...

আগরতলায় পা রাখলেন অভিষেক, সন্ত্রাস নিয়ে নিশানা মুখ্যমন্ত্রীকে, বিমানবন্দরে পরিত্যক্ত ব্যাগ উদ্ধারে আতঙ্ক

আগরতলা, ২২ নভেম্বর (হি.স.) : ত্রিপুরার রাজধানী আগরতলায় পা রাখলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ বিমানবন্দরে নেমেই তিনি সরাসরি বিজেপি এবং ত্রিপুরা সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন৷ আগাগোড়া তাঁর নিশানায় ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ এদিকে, বিমানবন্দরের ভিআইপি পার্কিঙে পরিত্যক্ত একটি ব্যাগ উদ্ধারের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছিল৷ কিন্তু পুলিশ এবং বোম স্কোয়াড ব্যাগটি পরীক্ষা করে ভয়ের কোনও কারণ নেই বলে জানিয়েছে৷

বিমানবন্দরে অবতরণ করে অভিষেক বলেন, ত্রিপুরায় জঙ্গলরাজ চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে৷ আইন-শৃঙ্খলা বলে কিছুই অবশিষ্ট নেই এখন৷ তাঁর দাবি, ভয় দেখিয়ে তৃণমূলকে দমিয়ে রাখা যাবে না৷ মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে তাঁর কটাক্ষ, ত্রিপুরার সাধারণ জনগণের বদলে রাগ আমার ওপর মেটান৷ ক্ষতি যদি করতে হয়, তা-হলে আমার করুন৷ তাঁর দাবি, ত্রিপুরায় তাঁকে আটকানোর চেষ্টা হচ্ছে৷ রেলির অনুমতি দিয়েও পুলিশ আইন-শৃঙ্খলার অজুহাত দেখিয়ে বাতিল করে দিয়েছে৷

অভিষেক বলেন, আইন-শৃঙ্খলা বজায় রাখতে ত্রিপুরা প্রশাসন ব্যর্থ৷ থানায় ঢুকে পুলিশের সামনেই বিজেপি আশ্রিত গুণ্ডারা হামলা-হুজ্জতি করেছে৷ পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে ঠেকেছে, পুলিশ, সাংবাদিক এবং চিকিৎসক, সকলেই আক্রান্ত হচ্ছেন৷ তাঁর সাফ কথা, ধমকিয়ে-চমকিয়ে ত্রিণমূলকে আটকানো যাবে না৷ সাথে তিনি যোগ করেন, স্লোগান দিয়েছে তাই সায়নিকে পুলিশ গ্ৰেফতার করেছে৷ অথচ, যারা হামলা করেছেন তাঁদের পুলিশ গ্রেফতার করছে না৷ এতেই প্রমাণিত, অরাজকতা সীমাহীন ভাবে বেড়েছে৷ তিনি বলেন, এভাবে অনাচার চলতে দেওয়া যায় না৷ গণতন্ত্রপ্রেমী মানুষ অবাধ নির্বাচন চাইছেন৷ অথচ, জোর করে গণতন্ত্র লুণ্ঠনের চেষ্টা হচ্ছে৷ তাঁর সাফ কথা, বিনা লড়াইয়ে এক ইঞ্চি জমিও ছাড়বে না তৃণমূল৷

এদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আগরতলায় পৌছার আগে বিমানবন্দরে ভিআইপি পার্কিঙে একটি পরিত্যক্ত ব্যাগ নিরাপত্তা কর্মীদের নজরে আসে৷ সঙ্গে সঙ্গে এয়ারপোর্ট থানায় খবর দেওয়া হয়৷ খবর পেয়ে পুলিশ ছুটে আসে৷ খবর দেওয়া হয় বোম স্কোয়াডকেও৷ পুলিশ ও বোম স্কোয়াড পরিত্যক্ত ব্যাগটি পরীক্ষা করে জানিয়েছে, ভয়ের কোনও কারণ নেই৷ তবে বিমানবন্দরে পরিত্যক্ত ব্যাগ উদ্ধারের ঘটনায় কিছু সময়ের জন্য তীব্র আতঙ্ক ছড়িয়েছিল৷

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য