Wednesday, February 12, 2025
বাড়িরাজ্যসুশাসনের পচার সজ্জা নষ্ট করল দুষ্কৃতীরা, তীব্র ক্ষোভ দলের কর্মী সমর্থকদের মধ্যে

সুশাসনের পচার সজ্জা নষ্ট করল দুষ্কৃতীরা, তীব্র ক্ষোভ দলের কর্মী সমর্থকদের মধ্যে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ অক্টোবর : কৈলাসহর পুরপরিষদ এলাকায় লাগানো রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্প বাস্তবায়নের প্রচার সজ্জায় নষ্ট করল দুষ্কৃতিকারীরা। বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার মুখ বিকৃত করেছে দুষ্কৃতিকারীরা। ঘটনা প্রকাশ্যে আসতেই দলীয় নেতৃত্ব কর্মী সমর্থক মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সমস্ত প্রচারসজ্জা ছিল রাজ্য ও কেন্দ্র সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলিকে কেন্দ্র করে।

নির্বাচনকে কেন্দ্র করে লাগানো প্রচারসজ্জা অনেক সময় নষ্ট করা হয়, এক্ষেত্রে বিরোধীদল ও শাসকদল একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ করে। কিন্তু কৈলাসহর পুরো পরিষদ এলাকায় এবার ভিন্ন ঘটনা প্রত্যক্ষ হলো। পুরো পরিষদ প্রবেশ পথ থেকে শুরু করে শহরের বিভিন্ন এলাকায় রাজ্য ও কেন্দ্র সরকারের উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের প্রচার সজ্জায় বেছে বেছে রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ বিকৃত করেছে দুষ্কৃতিকারীরা। এই ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার। মঙ্গলবার কৈলাশহর পাইতুর বাজার স্থিত ভারতীয় জনতা পার্টির ঊনকোটি জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এ এমনটাই বলেন ভারতীয় জনতা পার্টির ঊনকোটি জেলা প্রবক্তা দেবাশীষ সেন। এই ঘটনার পেছনে মূলত বিরোধীদের দিকে আঙ্গুল তুলে সমালোচনা করে বলেন সরকারকে হেয় প্রতিপন্ন করতে এ ধরনের চক্রান্ত শুরু করেছে। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির ঊনকোটি জেলা সাধারণ সম্পাদক অরুন সাহা, জেলা যুব মোর্চার সভাপতি অরূপ ধর, চন্ডিপুর মন্ডল সভাপতি শ্যাম কুমার সিনহা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য