স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ অক্টোবর : উদয়পুর পূর্ব গোকুলপুর মমতাজ মিয়া এবং মিঠুন মিয়ার বাড়ি ভাঙচুর করে এলাকাবাসী। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার সকালবেলায় মিঠুন মিয়ার বাড়িতে উদ্ধার চুরি হয়ে যাওয়া ব্যাটারি। এতেই এলাকার জনগণ উত্তেজিত হয়ে মিঠুন মিয়ার বাড়ি ভাঙচুর করে।
ঘটনার খবর পেয়ে ছুটে যায় আর কে পুর থানার পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত করে চলে যাবার পর মমতাজ মিয়ার বাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ। এলাকাবাসী অভিযোগ, পূর্বে বহুবার মমতাজ মিয়া ও মিঠুন মিয়ার বাড়িতে চুরি সামগ্রী উদ্ধার করেছিল পুলিশ। তারপরও এলাকায় বিভিন্ন চুরিতে জড়িত রয়েছে মিঠুন মিয়া এবং মমতাজ মিয়ার পরিবার। তাছাড়া মিঠুন মিয়ার বাড়িতে ব্রাউন সুগার এবং গাঁজা নেশা আসর বসানো হয়। এলাকার যুব সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে মিঠুন মিয়ার পরিবার অভিযোগ এলাকাবাসীর। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।