স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ অক্টোবর : তিন দশকের বেশী সময় ধরে আমবাসা বাজারের জল নিষ্কাশনের ব্যবস্থা হয়নি। বিধানসভা এবং পরে পুর পরিষদের নির্বাচনের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিলো জল নিস্কাশনের ব্যবস্থা দ্রুত করে দেওয়া হবে। কিন্তু পাঁচ বছর উত্তীর্ণ হওয়ার আর কয়েক মাস বাকি, এখন পর্যন্ত আমবাসা বাজারের জল নিস্কাশনের ব্যবস্থা করতে পারিনি বিধায়ক এবং স্থানীয় ওয়ার্ডের নির্বাচিত জনপ্রতিনিধিরা। এদিকে আমবাসা টিআরটিসি পাড়া থেকে ড্রেইনের জলের সাথে আবর্জনা গুলি জাতীয় সড়কে চলে আসে, আবর্জনা যাতে সড়কে না আসে এর জন্য পুর পরিষদের পক্ষ থেকে ড্রেইনে একটি লোহার নেট লাগানো হয়।
এখানে তৈরী হয় নতুন সমস্যা নেট লাগানোর ফলে আবর্জনা জমে ড্রেইন দিয়ে জল যাচ্ছে না। সেই জল মানুষের ঘরে প্রবেশ করছে। এই বিষয়ে একাধিক বার পুর পরিষদ এবং এলাকার কাউন্সিলার কে জানানো হলেও কোন কাজ হয়নি। শনিবারও এলাকার বাড়িঘরে জল প্রবেশ করেছে। তাই বিক্ষুব্ধ এলাকাবাসী টিআরটিসি পাড়ার লোকজন জাতীয় সড়ক অবরোধে বসে। খবর পেয়ে প্রশাসনের আধিকারিকরা অবরোধস্থলে ছুটে যায়। পরে এলাকার লোকজনের দাবী মেনে ড্রেইনে লাগানো নেট সরিয়ে দেওয়ার পর প্রায় আড়াই ঘন্টা পর অবরোধ তুলে নেয় এলাকাবাসী। এদিকে শনিবার আমবাসা বাজারে সাপ্তাহিক হাটবার পূজার আগের দিন শেষ বাজারে অবরোধের ফলে মাথায় হাত ব্যবসায়ীদের।