Wednesday, February 12, 2025
বাড়িরাজ্যত্রিপুরায় স্বাস্থ্য দফতরের কাজকর্মে সন্তুষ্ট কেন্দ্রীয় সিআরএম টিম

ত্রিপুরায় স্বাস্থ্য দফতরের কাজকর্মে সন্তুষ্ট কেন্দ্রীয় সিআরএম টিম

আগরতলা, ১৮ নভেম্বর (হি.স.) :  জাতীয় স্বাস্থ্য মিশনের কাজকর্ম পর্যালোচনায় আগত কমন রিভিউ মিশন ১৪-তম (সিআরএম) টিম ত্রিপুরায় জাতীয় স্বাস্থ্য মিশন সহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের কাজকর্ম বাস্তবায়নের চিত্র দেখে সন্তোষ প্রকাশ করেছে। সিআরএম-এর প্রধান এনএইচএসআরসি-র এগজিকিউটিভ ডিরেক্টর মেজর জেনারেল (প্রফেসর) ডা. অতুল কোতয়ালের নেতৃত্বে কেন্দ্রীয় প্রতিনিধি দলটি সাত দিন রাজ্যে অবস্থানকালে স্বাস্থ্য দফতরের ভূমিকায় বাহবা দিয়েছে।ত্রিপুরায় স্বাস্থ্য ক্ষেত্রে যে কাজকর্ম হচ্ছে তা তিনি এবং তাঁর টিম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে।

তাঁরা স্পষ্ট ভাষায় জানিয়েছেন, রাজ্যের সকল স্তরের স্বাস্থ্যকর্মীদের যে কঠোর পরিশ্রম, নিষ্ঠা, উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত করেছেন তা অভুতপূর্ব। এক্ষেত্রে স্বাস্থ্য দফতরের প্রধান সচিব জেকে সিনহার নেতৃত্বে স্বাস্থ্যক্ষেত্রে কর্মযজ্ঞেরও ভূয়সী প্রশংসা করেছেন ডা. অতুল কোতয়াল। ত্রিপুরায় স্বাস্থ্যক্ষেত্রের উন্নতির চিত্র দেখে ভবিষ্যতে নিবিড় যোগাযোগ রাখার ইচ্ছেও ব্যক্ত করেছেন তিনি।উল্লেখ্য, সিআরএম-এর প্রধান প্রফেসর ডা. অতুল কোতয়ালের নেতৃত্বে ১৮ জনের কেন্দ্রীয় প্রতিনিধি দল উত্তর, খোয়াই ও পশ্চিম জেলায় স্বাস্থ্য পরিষেবার চিত্র খতিয়ে দেখেছেন। পাশাপাশি আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ, অটলবিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যানসার সেন্টার সহ রাজ্যের বিভিন্ন হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র ও উপস্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করে স্বাস্থ্য পরিষেবা, মায়ের ঘর, অ্যাম্বুলেন্স পরিষেবা ইত্যাদি এবং জনগণের কাছে স্বাস্থ্য বিষয়ে খোঁজখবর নিয়ে সন্তোষ প্রকাশ করেছে কমন রিভিউ মিশনের প্রতিনিধি দল।
হাজরাপাড়া কাঞ্চনপুর, মুঙ্গিয়াকামী, হদ্রাইপাড়া, নোনাছড়া এবং জম্পুই হিল সহ বিভিন্ন স্থানে স্বাস্থ্য পরিকাঠামো পরিদর্শন ও পরিষেবার চিত্র চাক্ষুস করে স্বাস্থ্য সচেতনতার বিভিন্ন প্রচার সামগ্রী দেখেও উচ্ছ্বসিত প্রশংসা করেন তাঁরা। এছাড়া আশা-ভরসা দিবসের মাধ্যমে প্রত্যন্ত এলাকার জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির বিষয়েও সন্তোষ প্রকাশ করে প্রতিনিধি দল। ত্রিপুরায় কোভিড টিকাকরণ অভিযানের পাশাপাশি “মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব, সুস্থ কৈশোর অভিযান” সহ বিভিন্ন সংক্রামক ও অসংক্রামক রোগ প্রতিরোধ কর্মসূচির ভূয়সী প্রশংসা করেছে প্রতিনিধি দল। ত্রিপুরায় স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করার স্বার্থে প্রয়োজনীয় পরামর্শও দেন ডা. অতুল কোতয়াল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য