স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ সেপ্টেম্বর : অঙ্গনওয়াড়ি কর্মীদের সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী গ্র্যাচুয়িটি দিয়ে নিয়মিত করা এবং ন্যূনতম মজুরি ২৬ হাজার টাকা করে প্রদান করা সহ চার দফা দাবিতে ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেল্পারস্ ইউনিয়ন রাজ্য কমিটি পক্ষ থেকে মঙ্গলবার অভয়নগর স্থিত সমাজকল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশনের পর প্রতিনিধি দলের উপস্থিত তৃপ্তি দাস এবং জয়া বর্মন জানান, সুপ্রিম কোর্ট কিছুদিন আগে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের গ্র্যাচুয়িটি দেবার জন্য নির্দেশ দিয়েছেন। কোর্টের নির্দেশ মেনে রাজ্যের সকল কর্মী সহায়িকাদের গ্র্যাচুয়িটি প্রদান করা এবং তাদের নিয়মিত করা এবং নিয়মিত করার সাপেক্ষে ন্যূনতম মজুরি ২৬ হাজার টাকা করা জন্য দাবি জানানো হয়েছে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের কাছে।
পাশাপাশি আরও দাবি জানানো হয় আগে সরকারি কর্মচারীদের মত অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা মহার্ঘ ভাতা বাবদ একটা থেকে পেতেন। কিন্তু ২০১৮ সাল থেকে তারা সে টাকা পায়নি। জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়েছে। তাই ভাতা বৃদ্ধি করার বিষয়ে গুরুত্বের সঙ্গে বিবেচনা করার অনুরোধ জানানো হয় অধিকর্তার কাছে। এছাড়াও দাবি জানানো হয় সরকারি ইংরেজি মাধ্যম স্কুল চালু করায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি কাজকর্ম যেমন ব্যাহত হবে তেমনি পাক প্রাথমিক শিশুরা ইসিসি পদ্ধতিতে শিক্ষা পাবার সুযোগ থেকে বঞ্চিত হবে। শিশুরা যাতে অঙ্গনারী কেন্দ্রে এসে ইসিসি পদ্ধতিতে শিক্ষার সুযোগ পায় এবং কেন্দ্রগুলিতে যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় সেই ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে দাবি জানানো হয়েছে বলে জানান তিনি।