স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ সেপ্টেম্বর : মঙ্গলবার রাজ্য সরকারের উদ্যোগে আগরতলা বিমান বন্দরে প্রিপেইড অটো এবং টেক্সি সার্ভিসের সুচনা করা হয়। এদিন ফিতা কেটে প্রিপেইড অটো এবং টেক্সি পরিষেবার সূচনা করেন পরিবহন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। পরে মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় বক্তব্য রেখে বলেন, সরকার কোন কাজ করার আগে বিভিন্ন ভাবে বিচার বিশ্লেষণ করতে হয়। যাতে করে সরকারের সিদ্ধান্ত মাঝ পথে আটকে না যায়। সরকারের সিদ্ধান্ত যেন কারো বিপক্ষে না যায়, তার জন্য সরকারকে অনেক চিন্তা করতে হয়। তিনি এইদিন আরও বলেন প্রিপেইড অটো পরিষেবা চালু করার ফলে সাধারন মানুষের সুবিধা হবে।
একটা মানুষকে তার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য বারে বার আটো পাল্টাতে হবে না। এই প্রিপেইড অটো পরিষেবা অনেক আগে চালু করার কথা থাকলেও বিভিন্ন কারনে তা করা সম্ভব হয়নি। এছাড়াও এইদিন তিনি স্পষ্ট জানান প্রিপেইড অটো পরিষেবার ক্ষেত্রে অটোর ভাড়ার তালিকা অটোতে দেওয়া রয়েছে। যে কেউ তা দেখতে পারে। পাশাপাশি তিনি দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেন অটো ভাড়ার চার্ট বিভিন্ন স্থানে লাগিয়ে দেওয়ার জন্য। যাতে করে সকলে দেখতে পারে এবং জানতে পারে। তিনি আরো বলেন ত্রিপুরা রাজ্যের পর্যটন কেন্দ্র গুলি দিন দিন উন্নয়ন হচ্ছে। ফলে ত্রিপুরার পর্যটন কেন্দ্রগুলো অনেক বেশি উন্নয়নের দিকে এগিয়ে চলেছে। তবে এর জন্য যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়া অত্যন্ত জরুরি। তাই সরকার সার্বিক বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিয়ে চলেছে বলে জানান মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এইদিনের অনুষ্ঠানে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক ডাক্তার দিলীপ দাস, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পরিবহন দপ্তরের প্রধান সচিব সহ অন্যান্য।