Thursday, September 28, 2023
বাড়িরাজ্যমুখ্যমন্ত্রীর সফরের কয়েক ঘন্টা আগে রাস্তা অবরোধ গ্রামবাসীর

মুখ্যমন্ত্রীর সফরের কয়েক ঘন্টা আগে রাস্তা অবরোধ গ্রামবাসীর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ সেপ্টেম্বর : ছয় মাস ধরে বিভিন্ন সমস্যা জর্জরিত হয়ে কদমতলাবাসী। অবশেষে মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সফরের দুই ঘন্টা পূর্বে পানীয় জল,বিদ্যুৎ ও রাস্তার বেহাল অবস্থা নিয়ে সড়ক অবরোধে বসলো প্রমিলা বাহিনী। কদমতলা-চুরাইবাড়ির মূল সড়কের কদমতলা ব্লক সংলগ্ন এলাকার রাস্তায় কলস নিয়ে প্রমিলা বাহিনীর এই রাস্তা অবরোধ রীতিমতো চিন্তায় ফেলে দিয়েছে প্রশাসনকে।

 যেখানে আর মাত্র দু ঘন্টার মধ্যেই মুখ্যমন্ত্রী কদমতলায় প্রবেশ করবেন সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে জেলার পুলিশ সুপার, জেলাশাসক, ব্লক আধিকারিক ও সমিতির চেয়ারম্যান সহ উচ্চ আধিকারিকরা ময়দানে ঝাঁপিয়ে বেড়াচ্ছেন এরই মধ্যে বিভিন্ন দাবি নিয়ে সড়ক অবরোধে অনেকটা অস্বস্তিতে ফেলেছে তাদের। তবে তড়িঘড়ি সকলে অবরোধকারীদের বিভিন্ন আশ্বাস ও প্রতিশ্রুতি দিয়ে দু ঘণ্টার মধ্যে পথ অবরোধ মুক্ত করতে সক্ষম হয়। অবরোধকারীদের বক্তব্য পানীয় জলের অভাবে মানুষ বাজার থেকে জল ক্রয় করে চাহিদা মেটাতে হচ্ছে। দীর্ঘ ছয় মাস ধরে এই যন্ত্রণায় অতিষ্ঠ এলাকাবাসী। অপরদিকে রাস্তার বেহাল দশা এবং সর্বোপরি বিদ্যুতের চপলতা। সব মিলিয়ে কদমতলা চুরাইবাড়ি বাসী একেবারে নাজেহাল। এলাকাতে নেই কোন ইন্ডাস্ট্রি তারপরও বিদ্যুতের যন্ত্রণায় একেবারে নাভিশ্বাস ভোক্তাদের। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ আধিকারিক সহ টিএসআর বাহিনী। এখন দেখার বিষয় প্রশাসন এলাকাবাসীর সমস্যা সমাধান করতে কি ব্যবস্থা গ্রহণ করে। না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ার দেয় তারা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য