Wednesday, November 30, 2022
বাড়িরাজ্যসাফাই কর্মীদের হাতে মেয়র তুলে দিলেন বস্ত্র

সাফাই কর্মীদের হাতে মেয়র তুলে দিলেন বস্ত্র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ সেপ্টেম্বর : আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার শংকর চৌমুহনি এলাকায় এক সংস্থার পক্ষ থেকে বস্ত্র বিতরণ করা হয়। মেয়র দীপক মজুমদার আগরতলা পুর নিগমের সাফাই কর্মীদের হাতে নতুন বস্ত্র তুলে দিয়ে বলেন, আসন্ন দুর্গাপূজায় যাতে সাফাই কর্মীরা নতুন বস্ত্র পরিধান করে পুজো উপভোগ করতে পারে তার জন্য সামাজিক দায়িত্ব হিসেবে এই উদ্যোগ গ্রহণ করেছে সংস্থা। সংস্থার এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় বলে জানান তিনি।

এই দুর্গাপূজা শুধু বাঙ্গালীদের উৎসব নয়। সকল অংশের মানুষের সার্বজনীন পূজা। পূজার মাধ্যমে মানুষের ভালবাসা আদান প্রদান হয়। এবং দানের মধ্য দিয়ে যে কোন শুভ কাজ হয়। তারা দুর্গাপূজা উপলক্ষে এ ধরনের বস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়ায় অভিনন্দন জানান মেয়র দীপক মজুমদার। এই দিন বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন পশ্চিম জেলা সভাধিপতি অন্তরা দেব সরকার, সংস্থার সম্পাদিকা সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য