স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ সেপ্টেম্বর : রাজধানীর রামনগর ৪ নং রোড স্থিত রামঠাকুর আশ্রমে সোমবার এক বস্ত্র দান শিবির অনুষ্ঠিত হয়। বস্ত্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কাউন্সিলার নিবাস দাস সহ এলাকার বিশিষ্ট নাগরিকরা। এইদিন এলাকার দুস্থ নাগরিকদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়।
মেয়র দীপক মজুমদার জানান আসন্ন দুর্গা পুজাকে সামনে রেখে এই বস্ত্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে রাম ঠাকুর আশ্রম কমিটি। এ ধরনের অনুষ্ঠান সত্যিই প্রশংসনীয়। কারণ সার্বজনীন দুর্গাপূজা সকলের জন্যই আনন্দের। পুজোর দিনগুলি যাতে সকলের আনন্দে কাটে তার জন্য রাম ঠাকুর আশ্রম কমিটির পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী দিনে এ ধরনের সামাজিক কর্মসূচি যাতে অব্যাহত রাখা হয় তার জন্য আহ্বান জানান মেয়র দীপক মজুমদার। এদিনের বস্ত্র দানে এলাকার গরিব অংশের মানুষ অত্যন্ত খুশি।