স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ সেপ্টেম্বর : হিন্দু শাস্ত্রের রীতিনীতি মেনে মহালয়া মানেই আগমনীর সুর, আর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ। এদিন মহালয়ার সকালে লক্ষীনারায়ণ মন্দিরে পুকুরে এবং দশমীঘাট এলাকায় হাওড়া নদীতে তর্পণ করেন মানুষ – এ ছবি বাঙালির চিরপরিচিত। তর্পণের অর্থ হল পিতৃপুরুষের আত্মার শান্তি কামনায় জলদান।
এই দিনে পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা হয়। অর্থাৎ ভাদ্র পূর্ণিমার পরবর্তী প্রতিপদ থেকে অমাবস্যা তিথি পর্যন্ত পিতৃপক্ষ। অমাবস্যা পিতৃপক্ষের শেষ। এদিন সকাল থেকেই ভীড় জমান অনেকেই। তর্পণ করতে আসে দুই ব্যক্তি এই তর্পণের উদ্দেশ্য সম্পর্কে জানান।