স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ সেপ্টেম্বর : আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার চতুর্থ বর্ষ পূর্তি উদযাপন উপলক্ষ্যে পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার এক ওয়ালকাথন -এর আয়োজন করা হয়। রাজধানীর রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকে এই ওয়ালকাথন-এর সুচনা হয়। সুচনা করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব দেবাশীষ বাসু ও স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা রাধা দেববর্মা সহ অন্যান্যরা। এইদিনের এই শোভাযাত্রায় রাজধানীর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এইদিনের শোভাযাত্রার সূচনা করে আগরতলা পুর নিগমের মেয়র দিপক মজুমদার বলেন ২০১৮ সালে মানুষকে স্বাস্থ্য পরিষেবা প্রদানের লক্ষ্যে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু করা হয়। রাজ্যের মানুষ যেন আরও বেশি করে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার সুযোগ সুবিধা গ্রহণ করে তার আহ্বান জানিয়ে এইদিনের শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। রাজ্যে প্রায় ১৪ লক্ষ্য সুবিধাভোগী এই প্রকল্পের অন্তর্ভুক্ত রয়েছে।