স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ সেপ্টেম্বর : গাড়ি গ্যারেজে ওয়েল্ডিং এর কাজ করার সময় লরিতে ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনা ঘটে শুক্রবার। ঘটনা রাজধানীর বড়জলা এলাকায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে দমকল কর্মীরা। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। ঘটনাস্থলে থাকা লরি চালককে শরীরে অধিকাংশই ঝলসে যায়।
স্থানীয়দের অভিযোগ ঘটনার খবর পেয়ে ৪৫ মিনিট আসে দমকল কর্মীরা। আহত লরি চালককে দমকল কর্মীরা উদ্ধার করে নিয়ে যায় জিবি হাসপাতালে। সঠিক সময়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে আসলে ক্ষতির পরিমাণ এত বেশি হতো না। এদিকে দমকল কর্মীরা জানায় ঘটনার খবর পেয়ে ছুটে আসে এনসিসি ফায়ার সার্ভিস, আগরতলা ফায়ার সার্ভিস এবং কুঞ্জবন ফায়ার সার্ভিস থেকে তিনটি ইঞ্জিন। যে গ্যারিজটির মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তার নাম মা দুর্গা সার্ভিসিং সেন্টার। কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা নিয়ে সংশয় প্রকাশ করেন দমকল কর্মীরা। তবে স্থানীয়দের কাছ থেকে জানা যায় কাজের সময় এই অগ্নিসংযোগের ঘটনাটি ঘটেছে। ঘটনায় দুটি লরি ব্যাপক ক্ষতি হয়েছে। আহত লরি চালক বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন।