Wednesday, March 19, 2025
বাড়িরাজ্যবাইক আমদানির রহস্য উদঘাটন করতে দাবি জানালো তৃণমূল কংগ্রেস

বাইক আমদানির রহস্য উদঘাটন করতে দাবি জানালো তৃণমূল কংগ্রেস

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ সেপ্টেম্বর : ত্রিপুরা বিধানসভা নির্বাচনে কয়েক মাস আগে উত্তর প্রদেশ থেকে কয়েক শতাধিক বাইক আমদানি করেছে বিজেপি। উত্তরপ্রদেশের রেজিস্ট্রেশন ভুক্ত বাইক কেন ত্রিপুরা রাজ্যে আনা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা সংসদ সুস্মিতা দেব। মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের প্রদেশ কার্যালয়ে সাংবাদিকদের সম্মেলন সাংসদ সুস্মিতা দেব বলেন, কেন ত্রিপুরা রাজ্যে কয়েক শতাধিক বাইক আনা হয়েছে তা নিয়ে রাজ্য পুলিশের মহা নির্দেশকের কাছে চিঠি দিয়ে জানতে চাওয়া হয়েছে।

 কারণ বিজেপি সরকার প্রতিষ্ঠিত করার পর রাজ্যের যতগুলো নির্বাচন হয়েছে সবগুলি নির্বাচনে বিজেপি সন্ত্রাস সৃষ্টি করেছে। সাড়ে চার বছর কোন প্রতিশ্রুতি পালন করেনি বিজেপি সরকার। সারা রাজ্যের চলছে শুধু সন্ত্রাস। তাই এক রাজ্যের বাইক অন্য রাজ্যে আনার পেছনের মূলত কি রহস্য রয়েছে তা সুষ্ঠু তদন্ত হওয়া জরুরি। আরো বলেন বিজেপি সন্ত্রাস সৃষ্টি করার মূল কারণ হলো বেকারত্ব বেড়েছে রাজ্যে। ত্রিপুরার নতুন প্রজন্ম এবং ছাত্র-ছাত্রীদের সাথে বিজেপি সরকার বিশ্বাস ঘাতকতা করেছে। এখন এই বাইক নতুন প্রজন্মের হাতে তুলে দিচ্ছে বিজেপি। এর তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে। রাজ্য পুলিশের মহা নির্দেশক যদি বিষয়টি সুষ্ঠ না করেন তাহলে বৃহত্তর আন্দোলনে নামবে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি শিক্ষামন্ত্রী ভূমিকা ধিক্কার জানিয়ে বলেন, স্কুল গুলির অবস্থা বেহাল। শিক্ষা পরিকাঠামো পুরোপুরি ভাবে ভেঙে পড়েছে। তাই স্কুলে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগের দাবি একাধিক দাবি তুলে ধরে সুস্মিতা দেব। তিনি এ বিষয়ে শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে একটি চিঠি প্রদান করবেন বলে জানান সুস্মিতা দেব।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য