স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩১ অক্টোবর : ২০১৮ নির্বাচনের আগে বর্তমান বিধায়ক রতন চক্রবর্তী খয়েরপুর বিধানসভা কেন্দ্রে জয়ী হওয়ার জন্য জনগণের কাছে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়ে ছিলেন। কিন্তু সেই প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করা তো দূরের কথা, কোন কাজই হচ্ছে না বলে অভিযোগ করলেন এলাকার প্রবীণ নাগরিকরা। তাদের অভিযোগ খয়েরপুর বিধানসভা কেন্দ্রের পশ্চিম চাম্পামুড়া দুই নং ওয়ার্ড এলাকায় একটি রাস্তা সংস্কার করতে ঢাক ঢোল ভাজছে। উন্নয়ন আটকে আছে বিকাশ ত্রিপুরার স্লোগানে। দীর্ঘদিনের দাবি এলাকার রাস্তা সংস্কার করার জন্য। বিধায়ক মশাই শুধুমাত্র আজ নয়তো কাল, কাল নয় তো পরশু এভাবেই চলছেন।
এলাকাবাসীর বক্তব্য বর্তমান সরকারের আমলে এলাকায় কোন কিছুই হয়নি। কিন্তু সরকারের প্রতিষ্ঠিত হওয়ার আগে প্রতিশ্রুতি দিয়েছিল ইন্দ্রপুরী করবে এলাকা। এলাকাবাসী বন্যা থেকে মুক্তি পাবে। কিন্তু গত সাড়ে সাত বছরে দেখা গেছে ছিঁটেফোঁটা যা হয়েছে সেগুলি আগের সরকারের সময় হয়েছে। এখন রাস্তা দিয়ে হাঁটতে গেলে তারা পড়ে যায়। সরকারি ভাতা, সরকারি ঘর সহ কোন প্রকল্প আসলে বিজেপির কার্যকর্তারা নিজেদের মধ্যেই কাড়াকাড়ি করে। কোন কিছুই মিলছে না তাদের জন্য। এর মধ্যে অন্যতম হলো রাস্তাটি। বর্ষার সময় এ রাস্তা দিয়ে চলাফেরা করা অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে। এলাকায় অ্যাম্বুলেন্স এবং দমকল কর্মীদের গাড়ি প্রবেশ করতে পারে না। শুধুমাত্র বিধায়ক মন্ত্রীদের গাড়ি চলাচল করতে পারলেই চলে। যার কারণে মানুষ তিতি বিরক্ত হয়ে আছে বলে জানান। এখন দেখার বিষয় কবে নাগাদ উন্নয়নের ছোঁয়া লাগে এলাকার এই রাস্তার মধ্যে।

