স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ অক্টোবর: দুর্ঘটনা রুখতে সচেতন নাগরিকমহল। অভিনব উদ্যোগ গ্রহণ করল বৃহস্পতিবার। চুরাইবাড়ি রয়েল ঈগল ক্লাবের সদস্যরা চাঁদা সংগ্রহ করে দুটি পুলিশ ব্যারিকেড ট্রলি বানিয়ে চুরাইবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয়। জানা যায়, চুরাইবাড়ি-কদমতলার ব্যস্ততম মূল সড়কের কাজ ইদানিংকালে সম্পন্ন হওয়ার পর যান চালকদের গতি বৃদ্ধি পরিলক্ষিত হয়। ফলে ঘন ঘন বাড়ছে পথ দুর্ঘটনা।
বিশেষ করে রয়েল ঈগল ক্লাবের পাশেই রয়েছে চুরাইবাড়ি পিএম শ্রী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। তাই ছাত্র-ছাত্রীদের পথ সুরক্ষার কথা চিন্তা করে পূর্বেই বিদ্যালয় কর্তৃপক্ষ চুরাইবাড়ি আরক্ষা দপ্তরের গোচরে নিয়েছিলেন বিষয়টি। যেহেতু সংশ্লিষ্ট দপ্তর থেকে এখন রাস্তার উপর কোন স্পিড বেকার বসানো যায় না, তাই দুটি ব্যারিকেড বসানোর দাবি জানিয়েছিল বিদ্যালয় কর্তৃপক্ষ। আর সেই দাবিকে মান্যতা দিয়ে ঈগল ক্লাবের সহযোগিতায় এই উদ্যোগ গ্রহণের জন্য ধন্যবাদ জানান বিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে রয়েল ঈগল ক্লাবের সভাপতি সেলিম মিয়া জানান, গত ২২ অক্টোবর উক্ত ক্লাব সংলগ্ন এলাকায় বাইক এবং টিপার গাড়ি দুর্ঘটনায় প্রাণ গিয়েছিল এক তরতাজা ছাত্রের। তারপর ক্লাব সদস্যরা এই উদ্যোগ গ্রহণ করে।

