স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৩০ অক্টোবর : মহিলাদের বিশ্বকাপে হারের হ্যাটট্রিকের পরেও ঘুরে দাঁড়িয়ে সেমিফাইনালে উঠেছে ভারত। তবে চোট পেয়ে ছিটকে যাওয়ায় শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামতে পারেননি প্রতীকা রাওয়াল। ধারে-ভারে-পরিসংখ্যানে এগিয়ে থাকা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরুটা ব্যাপক না করলেও স্লগ ওভারে ম্যাচে ফেরে ভারত। যদিও শেষ পর্যন্ত অজিরা তুলল ৩৩৮ রান।
সাতবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তাবড় সব ক্রিকেটারদের নিয়ে পরিপূর্ণ অজিবাহিনী। এহেন দলকে শুরুতেই ঝটকা দিলেন ক্রান্তি গৌড়। তিনি ৫ রানে ফেরালেন অজি অধিনায়ক অ্যালিসা হিলিকে। কিন্তু এরপর যেভাবে সংহারক রূপ ধারণ করলেন ফোবি লিচফিল্ড এবং এলিসি পেরি, তাতে অজি দলের বড় রান করা ছিল স্রেফ সময়ের অপেক্ষা।
লিচফিল্ড করলেন ৯৩ বলে ১১৯। তাঁর ইনিংসে ১৭টি চার, ৩টি ছয়। তাঁকে অমনজ্যোত কৌর ফেরানোর সঙ্গে সঙ্গে দ্বিতীয় উইকেটে ১৫৫ রানের জুটি ভাঙল। পেরি আউট হলেন ৭৭ রানে। রাধা যাদবের বলে বোল্ড হলেন তিনি। তবে এই অস্ট্রেলিয়াই ৩২ ওভারে ২০০ পার করেছিল। কিন্তু এরপর ধীরে ধীরে ম্যাচে ফেরত আসে ভারত। একটা সময় তাদের স্কোর হয়ে যায় ৬ উইকেটে ২৬৫।
শ্রী চরণী ভারতকে ম্যাচে ফেরান। বেথ মুনি, অ্যানাবেল সাদারল্যান্ডকে সাজঘরে পাঠান এই স্পিনার। কিন্তু ৬ উইকেট পড়ে যাওয়ার পর অ্যাশলি গার্ডনার ও কিম গার্থ অসাধারণ খেলেন। ৪৬ ওভারে অস্ট্রেলিয়া ৩০০ পেরোয় এই দুই ব্যাটারের সৌজন্যে। দুই ব্যাটারের, বিশেষ করে গার্ডনারের ধোলাইয়ে অস্ট্রেলিয়া সাড়ে তিনশোর কাছাকাছি পৌঁছে গেল। ৬৩ রান করে রান আউট হলেন তিনি। ভারতের হয়ে শ্রী চরণী নিলেন ২টি উইকেট। ক্রান্তি গৌড়, রাধা যাদব এবং আমনজ্যোত ভাগ করে নিলেন এক উইকেট। শেষ ওভারে দু’টি উইকেট শিকার দীপ্তি শর্মার। বাকি তিনটি রান আউট। জেতার জন্য হরমনপ্রীতদের সামনে লক্ষ্য ৩৩৯ রান।

