Thursday, March 28, 2024
বাড়িরাজ্যআইনশৃঙ্খলার অবনতি বরদাস্ত করবে না সরকার : মুখ্যমন্ত্রী

আইনশৃঙ্খলার অবনতি বরদাস্ত করবে না সরকার : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ সেপ্টেম্বর : আইনশৃঙ্খলার অবনতি ঘটবে, মানুষ অধপতনে যাবে, তা কখনো মেনে নেওয়া যায় না। বর্তমান সরকার তার সাথে কখনো আপোষ করবে না। রবিবার রাজধানীর হারাধন সংঘ ক্লাবের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরের সুচনা করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী আরো বলেন একটা সময় ছিল কোন ক্লাব কত বেশি শক্তিশালী হতে পারে তা নিয়ে প্রতিযোগিতা চলত। মানুষ নিরাপত্তার জন্য একটি ক্লাবের সদস্য হয়েও নিরাপত্তার জন্য শক্তিশালী ক্লাবের সদস্যপদ গ্রহণ করতো।

 এই বিষয়টি মাথায় রেখে বর্তমান রাজ্য সরকার কাজ করছে। মানুষ অধপতনে যাবে, আইনশৃঙ্খলার অবনতি ঘটবে, তার সাথে সরকার কখনো আপোষ করবে না। তাই এই বিষয়টির প্রতি সকলকে লক্ষ্য রাখার জন্য আহ্বান জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এইদিন বিভিন্ন ক্লাব গুলিকে সুকৌশলে বার্তা দেন কোন ক্লাব এলাকায় কাউকে বসবাস করতে হলে সেই ক্লাবের সদস্যপদ গ্রহণ করতে হবে। এই ধরনের ঘটনা যেন না ঘটে। সদস্যপদ গ্রহণের জন্য মানুষের উপর চাপ দেওয়ার ঘটনা যেন না ঘটে তার দিকে লক্ষ্য রাখতে হবে। একটি ক্লাব একটি মিনি গভর্নমেন্ট। ক্লাবের একটা বড় ভূমিকা রয়েছে। বর্তমান সময়ে নতুন প্রজন্মের একাংশ ছেলে মেয়েরা পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকে তারা ক্লাবে আসতে চায় না। আবার একাংশ নেশায় আসক্ত হয়ে পড়েছে। আগরতলা শহরতলিতে এইটা বেশি দেখা যায়। তাই নেশার হাত থেকে যুব সমাজকে মুক্ত করতে সকলে একসাথে মিলে কাজ করতে হবে। রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক সুরজিৎ দত্ত, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য