স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ অক্টোবর : খাস জায়গা দখল করে ক্লাব ঘর সহ ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলে বসেছে ধলেশ্বর এলাকার শতদল সংঘ ক্লাব। পুর নিগমের ম্যাপে স্পষ্ট উল্লেখ আছে ক্লাব ঘর এবং সঙ্গে ব্যবসার জন্য খুলে দেওয়া দোকান ঘর। সেই জমি রাস্তার জন্য জায়গা অনেকটাই সংকুচিত হয়ে যায়। ফলে প্রায়সই তৈরি হচ্ছে যানজট। আগরতলা শহরে আর উন্মুক্ত ড্রেন থাকবে না।
শহর জুড়ে ড্রেন ঢাকার কাজ চলছে। দুর্গাপূজায় উপলক্ষে বন্ধ থাকার পর পুনরায় সেই কাজ শুরু হয়েছে। কোথাও কোন ধরনের সমস্যা সৃষ্টি হলে সেই এলাকা পরিদর্শনে যাচ্ছেন স্বয়ং মেয়র। ধলেশ্বর শতদল সংঘ এলাকায় ড্রেন নির্মাণে সমস্যার সৃষ্টি হওয়ায় শুক্রবার সেই এলাকা পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র বলেন, এখন পর্যন্ত ৪৩ কিলোমিটার ড্রেন এবং রাস্তা নির্মাণ হয়ে গেছে। আগামী ৭-৮ মাসের মধ্যে আগরতলা শহরের বাকি রাস্তা এবং ড্রেন নির্মাণের কাজ সম্পন্ন হয়ে যাবে।
তখন পরিপূর্ণতা রূপ নেবে বলে আশা ব্যক্ত করেন মেয়র। মেয়র এদিন সুস্পষ্টভাবে জানিয়ে দেন, সরকারি উন্নয়নমূলক কর্ম কাজ করার ক্ষেত্রে কেউ যদি বাধা দেয় তাহলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি বলেন, স্থায়ীভাবে কাজ চলছে। সকলকে সময় দিতে হবে বলে জানান তিনি। এদিন মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন এলাকাবাসী এবং নিগমের আধিকারিকরা। এলাকাবাসীর দাবি অনুযায়ী স্থানীয় একটি ধর্মীয় প্রতিষ্ঠানের সামনে থেকে শৌচাগার সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। এবং এই শৌচাগার নিয়ে যদি পরবর্তী সময়ের দাবি উঠে তাহলে অন্য কোন জায়গায় নির্মাণ করে দেওয়া হবে বলে জানিয়েছেন মেয়র। শনিবারের মধ্যে পুরনো শৌচাগার সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেয়র।

