Wednesday, November 12, 2025
বাড়িরাজ্যপ্রতারণার শিকার এক বৃহন্নলা, গ্রেপ্তার অভিযুক্ত

প্রতারণার শিকার এক বৃহন্নলা, গ্রেপ্তার অভিযুক্ত

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৫ অক্টোবর, ২০২৫: প্রতারণার শিকার এক বৃহন্নলা ! নিজের আসল পরিচয় গোপন করে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে উনাকে নিজ বাড়িতে নিয়ে গিয়েছিল জলিল মিয়া নামে এক ব্যক্তি। পুলিশ গ্রেফতার করেছে সুজিত দাসের নাম দিয়ে প্রতারণা করা জলিল মিয়াকে। গত ১৫ আগস্ট এক বৃহন্নলা পশ্চিম আগরতলা থানায় একটি মামলা দায়ের করেন। অভিযোগ, জলিল মিয়া নামে রাজনগরের এক ব্যক্তি নিজেকে সুজিত দাস বলে পরিচয় দিয়ে উনাকে বিয়ে করবে বলে তার বাড়িতে নিয়ে যায়।

 সেখানে গিয়ে তিনি জানতে পারেন জলিল মিয়া পরিচয় গোপন করে তার সঙ্গে প্রতারণা করেছে। তিনি সেখান থেকে চলে আসতে চাইলে তাকে তিনদিন বাড়িতে বেঁধে রেখে দেয় অভিযুক্ত জলিল মিয়া। পড়ে অভিযুক্তের বাবাকে আটক করে কোনরকম ভাবে মুক্ত হয়ে পশ্চিম থানা এসে মামলা করেন তিনি। পুলিশ তদন্তে নেমে জলিল মিয়ার বাবাকে আটক করে।

 তারপর তল্লাশি চালিয়ে জলিল মিয়াকে আটক করতে সক্ষম হয় পুলিশ। বুধবার পশ্চিম থানায় এই বিষয়ে বিস্তারিত জানান সদর এস ডি পিও দেবপ্রসাদ রায়। আরো জানান গোটা বিষয়টি তদন্ত চলছে। এখন দেখার বিষয় তদন্তে কি বের হয়ে আসে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য