স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৫ অক্টোবর, ২০২৫: সাত সকালে রাজধানীর মহারাজগঞ্জ বাজার নবনির্মিত পার্কের পুকুরের থেকে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পূর্ব থানা ও মহারাজগঞ্জ ফাঁড়ির পুলিশ। মৃতদেহটিকে পুকুরের জল থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।
এই মৃতদেহটি কয়েকদিন ধরে এই পুকুরের জলে পড়ে ছিল বলে ধারণা পুলিশের। পূর্ব আগরতলা থানার ওসি জানান, মৃতদেহ অজ্ঞাত ব্যক্তির। মৃত ব্যক্তির হাতের মধ্যে লেখা আছে সৌরভ। বিষয়টি খবরের কাগজে চলে যাওয়া পর শনাক্ত হতে পারে বলে ধারণা করছে পুলিশ। তিনি আরো জানিয়েছেন মৃত ব্যক্তির শরীরের কোন ধরনের আঘাত প্রাথমিক দৃষ্টিতে লক্ষ করতে পারে নি পুলিশ। তারপরও তদন্তের মাধ্যমে বাকি বিষয়টা উঠে আসবে।
তিনি আরো জানিয়েছেন মৃতদেহ দেখে মনে হচ্ছে বেশ কয়েক ঘন্টা জলের মধ্যে মৃতদেহটি পড়ে রয়েছে। তবে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে কোন জবাব দিতে পারেননি থানার ওসি। নবনির্মিত পার্কের মধ্যে বিভিন্ন সময় নেশা কারবারিরা আসর বসায়। ব্রাউন সুগার, ইয়াবার ট্যাবলেট সহ বিভিন্ন নেশা সন্ধ্যার পর থেকেই এই নবনির্মিত পার্কের মধ্যে চলে। অথচ পুলিশ প্রশাসন বিষয়টি নজর এড়িয়ে চলেছে। সবচেয়ে উদ্বেগ জনক বিষয় হলো নবনির্মিত পার্কের গেট তারা থাকার পরেও কিভাবে তারা প্রবেশ করে? যে বিষয় হলো গত ২৪ ঘন্টায় আগরতলা শহর এবং শহরতলী এলাকায় তথা বোধজং থানাধীন আমতলী এলাকায় এবং পূর্ব আগরতলা থানাধীন মহারাজগঞ্জ বাজারে এবং যোগেন্দ্র নগর এলাকায় মোট তিনটি মৃতদেহ উদ্ধার হয়েছে। সবগুলি মৃতদেহই রহস্যজনক। খবর লেখা পর্যন্ত কোন ঘটনার তদন্ত প্রক্রিয়া পুলিশ ধারের কাছেও এগোতে পারেনি। যা ইতিমধ্যে শহর এবং শহরতলী এলাকার আইন-শৃঙ্খলা নিয়ে আঙ্গুল তুলতে শুরু করেছে।

